|

লক্ষ্মীপুর পৌরসভায় ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা

প্রকাশিতঃ ৩:৫৫ অপরাহ্ন | জুলাই ০৮, ২০১৯

লক্ষ্মীপুর পৌরসভায় ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ নতুন কোন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের ৯৭ কোটি ৪২ লাখ ৯৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে শহরের সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৮ কোটি ৭১ লাখ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা। প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭১ লাখ ৯৯ হাজার টাকা।

অনুষ্ঠানে প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, কাউন্সিলর উত্তম দত্ত, আবুল খায়ের স্বপন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান পাবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পৌরসভার সচিব আলাউদ্দিন বলেন, প্রথম শ্রেণির এ পৌরসভার নাগরিকদের আধুনিক জীবন মানের লক্ষ্যে ৯৭ কোটি ৪২ লাখ ৯৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে নতুন করে কোন করারোপ করা হয়নি।

দেখা হয়েছে: 643
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪