|

লাহোরে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

প্রকাশিতঃ ৩:২৪ অপরাহ্ন | মে ০৮, ২০১৯

লাহোরে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

অনলাইন বার্তাঃ পাকিস্তানে লাহোরের এক সুফি মাজারের কাছে ভয়াবহ বিস্ফোরণের নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ বিস্ফোরণে ২৫ জন আহত হয়েছে। রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের স্থানীয় মায়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সকালে লাহোরের একাদশ শতকের ঐতিহ্যবাহী দাতা দরবার মাজারের প্রবেশদ্বারে পুলিশের দুইটি গাড়ির কাছে এ বিস্ফোরণ ঘটেছে। দাতা দরবার মাজারটি সেখানকার সুফিদের মাজার বলে খবরে বলা হয়েছে।

এর আগে গত ২০১০ সালে মাজারটিতে হামলার ঘটনা ঘটে । ২০১০ সালের হামলার ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হন।

মুহাম্মদ কাশিফ নামের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, এটি সম্ভবত একটি আত্মঘাতী হামলা, এবং নিরাপত্তা বাহিনীর গাড়ি এ হামলার লক্ষবস্তু ছিল।

এছাড়া তিনি বলেন, আমরা এ হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এ হামলার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

দেখা হয়েছে: 392
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪