|

শরীয়তপুরে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী

প্রকাশিতঃ ৬:৪৯ অপরাহ্ন | জুলাই ০৪, ২০১৯

শরীয়তপুরে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী

মো. মহসিন রেজা, শরীয়তপুরঃ শরীয়তপুর জেলা ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে বুধবার রাত ৮টার দিকে শরীয়তপুর পৌরসভার সভাকক্ষে মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শহীদুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনার মধ্যে দিয়ে শুরু হয় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।

ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানপ উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা সিভিল সার্জন অফিসার ডা. খলিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহম্মেদ, জেলা ইলেকট্রনিক মিডিয়ার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান পারভেজ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, ভেদর ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আঃ মান্নান হাওলাদার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার, অন্যেন্য উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণ জেলার ইলেকট্রনিক মিডিয়া , প্রেস মিডিয়াসহ অন্যান্য মিডিয়ার সাংবাদিকগণ।

শরীয়তপুরে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী

শরীয়তপুরে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান পারভেজ, সাংবাদিক সত্যজিৎ ঘোষসহ আরো অনেকে।

অতিথিদের বক্তব্যে সাংবাদিকতার বিভিন্ন দিক। নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় রাত ১১টার দিকে এরপর নৈশভোজের মধ্যে দিয়ে জেলা ইলেকট্রনিক মিডিয়া মতবিনিময়সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পূর্ণমিলনী আয়োজনের সমাপ্তি হয়।

দেখা হয়েছে: 539
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪