|

শার্শায় গোডাউনে আগুন কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিতঃ ১২:১৫ পূর্বাহ্ন | মার্চ ২২, ২০১৯

শার্শায় গোডাউনে আগুন কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ যশোর শার্শার নাভারণ বাজারে চেয়ারম্যান মার্কেট পাশে পণ্য রাখার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাভারণ চেয়ারম্যান মার্কেটের পাশে গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।গোডাউনে বিভিন্ন কোম্পানীর বিস্কুট,ও কসমেটিক রাখা ছিলো।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শট সার্কিট কারনে আগুনে সুত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গোডাউনে আগুন লাগার পর মার্কেট এর পাশের দোকানদাররা আতংকিত হয়ে নিজ দোকানের মালামাল বাহিরে বের করতে থাকে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ আহত হয়নি।



শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন বিভিন্ন কোম্পানী ডিলার ছিলেন। এবং ওখান থেকে পণ্য ডেলিভারী করতেন। আগুন লাগার পর বেনাপোল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তহিদুর রহমান এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌছায়।প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ষ্টেশন অফিসার তহিদুর রহমান জানান, প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি বিদ্যুতের শট সার্কিটের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত করে বিস্তারিত জানা যাবে। ক্ষয়ক্ষতির পরিমান জানতে গোডাউন থেকে অগ্নিদগ্ধ মালামাল বের করা হচ্ছে।অগ্নিকাণ্ডের ঘটনায় বেনাপোল- যশোর মহাসড়কে যানচলাচল সাময়িক বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়ে যায়।

দেখা হয়েছে: 295
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪