|

শেখ মজিবুর রহমান—শাবলু শাহাব উদ্দিন

প্রকাশিতঃ ৮:০১ অপরাহ্ন | মার্চ ১৭, ২০১৯

শেখ মজিবুর রহমান---শাবলু শাহাব উদ্দিন

স্বাধীনতা আহ্বানে, হৃদয়ের কান্দনে, জেগেছিল যে মানুষের প্রাণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান তার নাম
ঐ কালো পিচাস, ইয়াহিয়া করেছে নরক চাষ, বাংলার প্রান্তরে
শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে, ঐ কারাগার ভাঙ্গিয়া, আনিয়াছে মুক্তি টান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান তার নাম।

বাবার আদরে ডাকা, মায়ের কোলেতে থাকা খোকা যার নাম
একদিন ডানপিটে গ্রামের নাম রেখে, ছুটিয়া চলিলেন সোহরাওয়ার্দীনের আহ্বান
সেই থেকে তার, পথ চলা আর, নাইকো বুঝি থেমে,
কবি গানের মত, বরি টানের শত দলে দলে তারা এসে দিলো যোগদান
মজিব কে করিয়াছে শক্ত, ঝরায়েছে বুকের তাজা রক্ত, বাঁচিয়েছে বাংলার সম্মান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান তার নাম।

নরক চাষি ইয়াহিয়া বাসী, বুঝে নাই বাংলার সম্মান
বোকার মত শেখ মজিবারের যত করেছেন অপমান
মজিব মোদের প্রাণের নেতা, সইবে কেমনে এমন কথা
সাতই মার্চে নেতা সাথে হইল সবার দেখা,নেতা মোদের বাণী দিলো
স্বাধীনতা ডাক মিলিলো, ঘরে ঘরে দূর্গ উঠলো, নেতা আহ্বান ।

 

বাংলা জনক, বাংলা পিতা শেখ মজিবুর মোদের নেতা
আর হবে না কোন কথা, নেতার দিলো যারা ব্যথা, চাই যে ফাঁসি শুধু হেতা
আইন কানুন রইলো কোথায়, শেখ মজিবুর রহমান জাতির পিতা
আর মানবো না কটু কথা, বাংলা পেল স্বাধীনতা ।

রাজনীতির ঐ কাল জালে বঙ্গবন্ধু জীবন দিলে
বিচার চাই মোরা শেষ বিকালে,বঙ্গবন্ধুর হত্যার দলে
বিচার হবে বিচার চাই, রাজাকার দের ফাঁসি চাই
স্বাধীন এই বাংলাদেশ তে, কাল পিচাসদের জায়গা নাই।

শাবলু শাহাবউদ্দিন
ইংরেজি বিভাগের শিক্ষার্থী (তৃতীয় বর্ষ )
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,
রাজাপুর – পাবনা ।

দেখা হয়েছে: 728
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪