|

সারদার পুলিশ একাডেমির কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১২:০৩ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৫, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী পৌঁছেছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে অবতরণ করেছে। পুলিশ অ্যাকাডেমিতে প্রধানমন্ত্রী সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করবেন। এ অনুষ্ঠান উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাঁমাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা পুলিশ অ্যাকাডেমিতে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজ পরিদর্শন করবেন। এছাড়া তিনি অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করবেন। এরপর প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন। শেষে প্রধানমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। অনুষ্ঠান শেষে আজই তিনি ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে পুলিশ অ্যাকাডেমিসহ আশপাশের এলাকায়।

দেখা হয়েছে: 340
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪