|

সুন্দরগঞ্জে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর দায়ে যুবকের কারদন্ড

প্রকাশিতঃ ২:৫৪ পূর্বাহ্ন | জুলাই ৩০, ২০১৮

সুন্দরগঞ্জে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর দায়ে যুবকের কারদন্ড

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর দায়ে হোসেন আলী (৩৫) নামে এক যুবকের ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন- ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- এসএম গোলাম কিবরিয়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ প্রদান করেন। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহানসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রমে অভিযান চালান ভ্রাম্যমান।

এতে ৫’শ ৬৩টি ভেজাল মেশানো গুড়ের মুঠা, ১০ কেজি নালী গুড়, ১০ কেজি দানা গুড়, ২ কেজি ফিটকিরি, ২’শ গ্রাম রং, ৩ টা কড়াই (বড়) ও ২টা পাতিলসহ হোসেন আলীকে আটক করে ভোক্তা অধিকার আইন- ২০০৯- এর ৪৩ ধারার বিধানমতে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর দায়ে ৬ মাসের করাদন্ডাদেশ প্রদান করেন ইউএনও।

দন্ডিত হোসেন আলী ঐ গ্রমের আব্দুল বাকীর পুত্র। সে দীর্ঘ দিন থেকে নিজ বাড়িতে জব্দকৃত সরঞ্জামাদীর সাহায্যে খাদ্যদ্রব্যে ভেজাল মিশিয়ে নকল গুড়ের মুঠা তৈরী করে বজারজাত করে আসছিল বলে জানা গেছে।

দেখা হয়েছে: 610
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪