|

গঙ্গাচড়ায় স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা

প্রকাশিতঃ ৭:৪০ অপরাহ্ন | জানুয়ারী ২০, ২০১৯

সবুজ মিয়া, গঙ্গাচড়া (রংপুর)
রংপুরের গঙ্গাচড়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে-২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এর ব্যবস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুহুল আমিন মিঞা।

জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ দেলওয়ার হোসেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিট এর প্রোগ্রাম ম্যানেজার ডাঃ এবিএম সামছুদ্দিন আহম্মেদ প্রোগ্রাম উপস্থাপন করেন।

গঙ্গাচড়ার মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ আহমেদ মুনাফ চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মর্নেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ, বড়বিল ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজুসহ বেতগাড়ী, নোহালী, গজঘন্টা, আলমবিদিতর ইউনিয়নের মহিলা সদস্যবৃন্দ।

কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় বিভিন্ন বিভাগে কর্মরত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় উম্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীগণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে পরামর্শমূলক মতামত প্রদান করেন।

মোছাঃ মারুফা বেগম, marufa begom

দেখা হয়েছে: 762
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪