|

হরিণাকুন্ডুতে নির্মানের তিন দিনেই ৪৫ কোটি টাকার রাস্তায় ফাটল!

প্রকাশিতঃ ৭:৫০ অপরাহ্ন | জুলাই ০২, ২০১৮

হরিণাকুন্ডুতে নির্মানের তিন দিনেই ৪৫ কোটি টাকার রাস্তায় ফাটল!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
৪৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত ঝিনাইদহ হরিণাকুন্ডু ভায়া ভালকী বাজার রাস্তার একটি অংশ নির্মান কাজ চলা অবস্থায় ফাটল ধরেছে। হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের চারাতলা নামক স্থানে ১০/১৫ ফুট জুড়ে রাস্তার একাংশ ডেবে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তার এই ছবিটি ভাইরাল হয়েছে। হরিণাকুন্ডুর পায়রাডাঙ্গা গ্রামের হুমায়ন কবীর মন্ডল নামে এক শিক্ষার্থী তার ফেসবুক ওয়ালে ছবিটি পোষ্ট করলে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

ঝিনাইদহ সড়ক বিভাগ সুত্রে জানা গেছে, গত বছরের ২৯ মে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে হরিণাকুন্ডু হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তাটির কার্যাদেশ প্রদান করা হয়। ৪ গ্রুপের এই কাজটি পায় আরএবি-অরাসি ও জহুরুল লিমিডেট জয়েন ভেনচার। ৪৫ কোটি টাকার মধ্যে ১০% লেসে কাজটি শুরু হলে প্রথম থেকেই বিতর্ক শুরু হয়। হরিণাকুন্ডুর পারমথুরাপুর স্থানে গত বছর কাজের অনিয়ম ধরা পড়লে গ্রামের মানুষ কাজ বন্ধ করে দেন। পরে ঠিকাদারের লোকজন ভাল কাজ করার প্রতিশ্রুতি দিলে আবার কাজ শুরু হয়।

হরিণাকুন্ডুর চারাতলা, ভালকী, পায়রাডাঙ্গা ও শিতলী গ্রামের অংশে সড়কটিতে এখন পিচ দেওয়ার কাজ চলছে। গত মঙ্গলবার রাস্তাটি পিচ করার পরপরই (ক্র্যাক) ফাটল ধরে। এ নিয়ে হৈ চৈ শুরু হয়। রাস্তা নির্মানের মান নিয়ে প্রশ্ন তোলে এলাকাবাসি।

বেইজ তৈরীতে নিন্মমানের উপরকণ ব্যবহার ও যথাযথ ভাবে সিডিউল না মানার কারণে তিন দিনের মাথায় রাস্তাটিতে ফাটল ধরেছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাস্তার দায়িত্বে থাকা প্রকৌশলী (এসও) জাহাঙ্গীর আলমকে শনিবার ঘটনাস্থলে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পওয়া যায়।

তবে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন রাস্তাটি ক্র্যাক হওয়ার খবরটি পেয়েছেন বলে জানান। বৃষ্টির কারণে এমন সমস্যা হতে পারে। তিনি বলেন ২০ কিলোমিটারের বড় রাস্তা তো একটু সমস্য হতেই পরে। তিনি বলেন, এটা অবশ্যাই পরে মেরামত করে দেওয়া হবে।

দেখা হয়েছে: 646
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪