|

১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত : হাইকোর্ট

প্রকাশিতঃ ৯:৫৩ অপরাহ্ন | এপ্রিল ০৮, ২০১৯

১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত : হাইকোর্ট

নিজস্ব সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরের ১২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করে আজ আদেশ দিয়েছে হাইকোর্ট।

এছাড়াও তাদের সনদ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে।
আলাদা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ. আর. এম. নাজমুল আহাসান ও বিচারপতি কে, এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জামুকা, জামুকার চেয়ারম্যান, জামুকার মহাপরিচালক (ডিজি) ও ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি)’ কে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী অমিত দাশ গুপ্ত।

গত বছরের ২৬ ডিসেম্বর ওই ১২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে জামুকা। সনদ বাতিলের কারণ হিসেবে পৃথক পৃথকভাবে বলা হয়, তারা মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ নেননি এবং মুক্তিযুদ্ধে অংশ নেননি।

এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত ৪ এপ্রিল হাইকোর্টে পৃথক রিট করেন চর নাছিরপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মো. মজিবর রহমান মাতুব্বর ও হারুন অর রশিদসহ ১২ জন।-(বাসস)

দেখা হয়েছে: 350
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪