|

বাগমারার কোলা বিলে মৎস্য চাষ প্রকল্পের জাল দড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৮:৫৩ অপরাহ্ন | জুলাই ১৮, ২০১৯

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা নরদাশ ইউনিয়নের কোলা বিল মৎস্য চাষ প্রকল্পের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের জাল,দড়ি, বাঁশের ফারাশ (বানা) পুড়িয়ে নষ্ট করার অভিযোগে উপজেলা প্রশাসনের হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোলা বিল মৎস্য চাষ প্রকল্পের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় প্রকল্পের সভাপতি হাসান আলী তার লিখিত বক্তব্যে উল্লে¬খ করেন,আমরা বিলের চারি ধারের ভূমি মালিকদের প্রতি শতক চারশত টাকা হারে এবং বুরো ফসলের সেচ সুবিধা দিয়ে মাছ চাষ করে আসছিলাম। হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা এর সাথে জড়িত। বাগমারা উপজেলা প্রশাসনের নির্দেশে আমাদের জাল,দড়ি,বাঁশের ফারাশ (বানা) পুড়িয়ে ও কেটে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করা হয়েছে। কারণ আমরা বিলে কোন স্থায়ী বাঁধ নির্মাণ করি নাই। এছাড়াও কোলা বিলে এখন পর্যন্ত বৃষ্টির জমাকৃত পানি ছাড়া কোন পানি নাই বা পানির প্রবাহ বন্ধ করি নাই। উক্ত বিলে মালিকানাধিন ছাড়া কোন খাস জমিজমা নাই। সব জমি প্রকৃত মালিকদের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে মৎস্য চাষ করা হচ্ছে। ফলে এক দিকে যেমন বেকারত্ব দূর হচ্ছে, অন্যদিকে তেমনি আমিষের চাহিদা পূরণ হচ্ছে। কোলা বিল থেকে পার্শবর্তী বিলের পানির ব্যবধান সামান্য ছিল। আমাদের কোনরূপ নোটিশ না করে এবং বিকল্প ব্যবস্থা করার সুযোগ না দিয়ে, বানা অপসারণ করায় লক্ষ লক্ষ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এতে প্রকল্পের শত শত গরীব, দুঃখী সদস্যদের পেটে লাথি মারা হয়েছে। এতে উপস্থিত ছিলেন,কোলাবিল মৎস্য চাষ প্রকল্পের সদস্য শামসুল ইসলাম,মোজাফোর আলী, রহিদুল ইসলাম, আঃ জব্বার, আমিনুল ইসলাম, আলতাফ হোসেন, মাসুদ রানা, আব্দুস সালাম,কফিল উদ্দীন, শহিদুল ইসলাম, জালাল উদ্দীন, জীতেন্দ্রনাথ,আঃ মালেক, ফজের আলী, রেজাউল করিম, দেলোয়ার হোসেন, আঃ কুদ্দুস, মকছেদ আলী , ফরহাদ হোসেন, কোবাদ আলী, সাহেব আলী, ইনতাজ, মোজাম্মেল হক ,গোলাম হোসেন, প্রকল্পের উপদেষ্টা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম রফিকসহ স্থ্নীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী প্রমুখ।

দেখা হয়েছে: 391
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪