|

গৌরীপুরে পাম গাছ আতংকে বঙ্গবন্ধু চত্বর ও বিজয়’৭১

প্রকাশিতঃ ৭:৩৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
শীত শেষে প্রকৃতিতে এখন খেলা করছে বসন্তের হাওয়া। বেশ কয়েক বছরের গড় আবহাওয়ার হেঁয়ালী দেখে এখন বলা মুশকিল কখন ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। দূর্যোগপূর্ণ আবহাওয়ার সময় যত ঘনিয়ে আসছে আতংক ততোধিক বাড়ছে গৌরীপুরের মানুষের মনে। যে সৌন্দর্য একসময় নয়নজুড়াতো তা এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে।

বলছিলাম- গৌরীপুর উপজেলা পরিষদ ও হারুণ পার্ক সংলগ্ন বঙ্গবন্ধু চত্ত্বরে রাস্তার কোল ঘেঁষে দুই পুকুর পাড়ে মাথা উচু করে দাঁড়িয়ে থাকা শতবর্ষী পামগাছগুলোর কথা।

গৌরীপুরের প্রখ্যাত প্রাবন্ধিক ও গবেষক রণজিৎ কর জানান- আনুমানিক ১৯৩০/৩৫ সালে বিট্রিশ আমলে তৎকালীন জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী সৌন্দর্য বর্ধনের জন্য বিদেশ থেকে এনে এই গাছগুলো গৌরীপুরে রোপন করেন।

প্রকৃতি প্রেমী লোকজন দুরদূরান্ত থেকে এসে এগাছগুলোর সৌন্দর্য উপভোগ করতেন। পাম গাছের সৌন্দর্যে মুগ্ধ হয়েই সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির এমপি ২০১৪ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জাতীয় চার নেতার পিতলের মুরাল নির্মাণ করেন।

গৌরীপুরে পাম গাছ আতংকে বঙ্গবন্ধু চত্বর ও বিজয়’৭১

পাশাপাশি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পঠভূমি, সাতজন বীর শ্রেষ্ঠ, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ও গৌরীপুরের স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাদা মোজাইক পাথরের মুরাল স্থাপন করেন। আমৃত্যু তিনি এই কাজেই নিজের সর্বস্ব উজাড় করে ব্যয় করে গেছেন। ২০১৬ সালে কাজ অসমাপ্ত রেখেই ২রা মে তিনি অকাল মৃত্যু বরণ করেন। এর পাশেই রয়েছে গৌরীপুর স্মৃতিসৌধ, বিজয়’৭১।

গৌরীপুরের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সুবিধার্থে দুই পাশে রাস্তার উপর নির্মাণ করেছেন দৃষ্টি নন্দন ছাউনী। তার মৃত্যুর পর স্থাপনাটির রক্ষণাবেক্ষণ ও অসমাপ্ত কাজ থেমে যায়।

স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ এই স্থাপনাটিকে জাতীয় ঐতিহ্য হিসাবে সংরক্ষণের দাবী জানিয়ে আসলেও আজো তা বাস্তবায়ন হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও রক্ষণাবেক্ষণের রয়েছে চরম উদাসীনতা। বর্তমানে বয়সের ভারে মৃত ও অর্ধমৃত পাম গাছগুলো ভেঙ্গে পড়ে যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা।

বিশেষ করে মুরালের পাশেই দুইটি পামগাছ সম্পূর্ণভাবে মরে ভেঙ্গে পড়ার অপেক্ষার প্রহর গুণছে। ২০১৭ সালে ঝড়ে একটি গাছের কিছু অংশ ভেঙ্গে পড়লে ব্যাপক ক্ষতি হয় মুরালের উপরের ছাউনীর। আবারো কোন দূর্ঘটনা ঘটলে কোটি টাকার এই অসাধারণ স্থাপত্য যেমন ধ্বংশ হতে পারে তেমনি ঝুঁকিতে রয়েছে পথে চলাচলকারী মানুষের জীবন।

এ সড়ক দিয়েই যাতায়াত করে গৌরীপুর মহিলা কলেজ, আর কে সরকারি উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা বিদ্যালয় ও বেশ কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীরা। ঝড়-বৃষ্টির সময় এ ছাউনীর নিচেই আশ্রয় নেয় তারা।

যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে গাছগুলো কাটতে র্দীঘ সময় ব্যয় হতে পারে। তাই জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে শীঘ্রই মৃত গাছগুলো কাটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অতীব জরুরী বলে মনে করে গৌরীপুরের সচেতন মহল।

দেখা হয়েছে: 792
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪