|

রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০০বছর পূর্তি উদযাপন

প্রকাশিতঃ ৬:৪৯ অপরাহ্ন | জানুয়ারী ২০, ২০১৮

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ২০ জানুয়ারী শনিবার দুপুর ১টায় রাজদিয়া অভয় পাইলটন উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আসাদুজ্জামান খান এম.পি, জেলা প্রশাসক মুন্সীগঞ্জ সায়লা ফারজানা, পুলিশ সুপার মুন্সীগঞ্জ জায়েদুল আলম, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, বিশিষ্ট শিল্পপতি ব্যবস্থাপনা পরিচালক মৃধা গ্রুপ, প্রাক্তন সচিব রেজাউল করিম, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মতিন হাওলাদার, প্রাক্তন সভাপতি স্কুল ম্যানেজিং কমিটি আব্দুল কুদ্দুস ধীরণ, লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আসাদুজ্জামান খান এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুন্সীগঞ্জ সায়লা ফারজানা, পুলিশ সুপার মুন্সীগঞ্জ জায়েদুল আলম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, সিরাজদিখান সার্কেল কাজী মাকসুদা লিমা, থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, বিশিষ্ট শিল্পপতি ব্যবস্থাপনা পরিচালক মৃধা গ্রুপ, প্রাক্তন সচিব রেজাউল করিম, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মতিন হাওলাদার, প্রাক্তন সভাপতি স্কুল ম্যানেজিং কমিটি আব্দুল কুদ্দুস ধীরণ, লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের সকল প্রাক্তন শির্ক্ষাথীবৃন্দ।

প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এম.পি তাঁর বক্তব্যে বলেন, আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশকেই বদলে দেননি সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশকে মর্যাদার স্থানে নিয়ে গিয়েছেন। বাংলাদেশে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ায় সারা বিশ্বের মানুষ মানবতার মা হিসেবে পরিচিতি দিয়েছেন জননেত্রী শেখ হাসিনাকে। এই স্কুলটি জাতীয় করনের জন্য আপনারা অনুরোধ করেছেন। জাতীয় করন করা আমাদের সরকারী নীতিমালাও রয়েছে প্রত্যেকটি উপজেলায় একটি করে সরকারী জাতীয় করন স্কুল থাকুক।

বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রী ও প্রবীণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠানকে আরো সাফল্য মন্ডিত ও আনন্দদায়ক করতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেখা হয়েছে: 1311
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪