|

বাগমারায় মটর সুটি চাষে লাভবান কৃষক

প্রকাশিতঃ ১১:১০ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ১৭, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
পুষ্টিগুনে ভরা ও পরিবেশ সম্মত সুস্বাদু ডাল মটর সুটির চাষ রাজশাহীর বাগমারা উপজেলায় বেড়েছে দ্বিগুন হারে। অল্প খরচে পাঁচগুন লাভ হয় মটরসটি চাষে। চলতি মৌসুমে মটরসুটির ফলনও হয়েছে ভাল।

মটরসুটি চাষে কৃষকরা হচ্ছেন লাভবান বাড়ছে চাষ। এই মটরসুটি তুলতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষক কৃষানীরা। মাঠে মাঠে সারিবদ্ধ হয়ে আনন্দের মধ্যে নারী শিশু শ্রমিকরা তুলছে মটরসুটি। মটরসুটি তুলে নারী শ্রমিকেরা ছেলে মেয়েদের স্কুলে ভর্তিসহ গৃহস্থলির আসবাবপত্র ও শীতের কসমেটিকস কিনছেন নারী শ্রমিকরা।

সংসারে আসছে বাড়তি আয়। দিনে ২০ থেকে ২৪ কেজি মটরসুটি তুলে ২ থেকে ৩শ টাকা উপার্জন হচ্ছে বলে জানায়, নারী শ্রমিকরা। পরিপক্ক ফল উঠানোর সময় নারী শ্রমিকরা করছেন কাজ। অনেক নারী শ্রমিক আনন্দ করেই তুলছেন মটরসুটি। সংসারে আসছে বাড়তি আয়। পুষ্টি ও সুস্বাদু খাদ্য হিসাবে মটর সুটির চাহিদা রয়েছে ব্যাপক।

ডাল হিসাবে এবং মাংস ও সবজিতে মটরসুটির ব্যবহারে সুনাম রয়েছে সর্বত্রই। ফলে বাগমারায় দিন দিন বাড়ছে এ-শষ্যের চাষ। উপকৃত হচ্ছেন চাষী ও শ্রমিকেরা মিটছে পুষ্টির যোগান।

উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তালতলী মির্জাপুর গ্রামের মটরশুঁটি কালাই চাষী মোঃ খাজেম শাহ,মোঃ মান্নান মণ্ডল,মোঃ সমজান মণ্ডল,আঃ মান্নান খন্দকার,মোঃ হান্নান,মোঃ মজনু প্রাং, মোঃ রইচ ইসলাম,মোঃ রেপাত,মোঃ শুকুর মোঃ সোবহানসহ আরো অনেকে বলেন, একবিঘা জমিতে ৬হাজার টাকা খরচে মটরসুটি চাষে পাওয়া যায় ১৫ থেকে ২০হাজার টাকা।

এছাড়া একই জমিতে হয় তিনটি ফসল ফলে লাভবান হচেছন তারা। গত বছরের তুলনায় চাষ বেড়েছে প্রায় দ্বিগুন। এবং ফলন ও দাম ভাল পাচ্ছে চাষী। মিটছে পুষ্টির চাহিদা খাইতে সুস্বাদু পুষ্টিগুনে ভরা মটর সুটি চাহিদা বাড়ছে দিন দিন। সার কীটনাশক ও পানি ছাড়ায় হয় মটরসুটি। মটরসুটি এলাকার চাহিদা মিটিয়ে উৎপাদিত মটরসুটি রফতানি হয় দেশের বিভিন্ন জেলা শহরে।

দেখা হয়েছে: 779
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪