|

হজ্ব প্রতিনিধির পেছনে ৪ বছরে ব্যয় ১১০ কোটি টাকা: ধর্মমন্ত্রী

প্রকাশিতঃ ১২:২২ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০১৮

অনলাইন বার্তাঃ

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সংসদে দেওয়া তথ্য অনুযায়ী গত চারবছরে (২০১৪-১৭ পর্যন্ত) ৯৯৯ জন হজ্ব প্রতিনিধির পেছনে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে ১১০ কোটি ৩৬ লাখ টাকা। হজ্ব ব্যবস্থাপনায় ওই অর্থ ব্যয় হয়। এসময়ে দায়িত্ব পালনের জন্য অনেকে একাধিকবার সৌদি আরব গমনের সুযোগ পেয়ে থাকেন।

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে সোমবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মো. আবদুল মতিনের (মৌলভী বাজার-২) লিখিত প্রশ্নে জবাবে ধর্মমন্ত্রী এসব তথ্য জানান।

অধ্যক্ষ মতিউর রহমান আরো বলেন, সরকারি খরচে কোন সরকারি কর্মকর্তা-কর্মচারিকে হজ্বে পাঠানো হয় না। বাংলাদেশি হজযাত্রীদের সেবা দেওয়ার জন্য হজ ব্যবস্থাপনার জরুরি দায়িত্ব পালনকরতে হজ্ব প্রতিনিধি দল, হজ্ব প্রশাসনিক দল, হজ্ব চিকিৎসক দল, হজ্ব কারিগরি দল এবং হজ্ব চিকিৎসকদলের সহায়তাকারী হিসেবে ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর, বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা সৌদি আরবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরো বলেন, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকারি খরচে কোন হজ্বযাত্রী পাঠানো হয়নি। মন্ত্রিসভার অনুমোদন নিয়ে জাতীয় হজ্ব ও ওমরাহ নীতি অনুযায়ী ২০১৪ সাল থেকে সরকারি খরচে ধর্মপ্রাণ মুসলমানদের হজে পাঠানো হচ্ছে।

ধর্মমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে ১২৫ জনের পেছনে সরকারের ব্যয় হয়েছে ১৮ কোটি ৩৬ লাখ, ২০১৫-১৬ অর্থবছরে ২৬৬ জনের পেছনে ২৯ কোটি, ২০১৬-১৭ অর্থবছরে ২৮৮ জনের পেছনে সাড়ে ২৯ কোটি এবং ২০১৮ অর্থবছরে ৩২০জনের পেছনে অর্থ বরাদ্দ পাওয়া গেছে সাড়ে ৩৩ কোটি ৫০ লাখ সহ মোট ১১০ কোটি ৩৬ টাকা। এসময় সংসদে নাম পদবীসহ সৌদি আরব যাওয়া সকলের বছর ওয়ারী তালিকা প্রকাশ করা হয়।

ইমাম ও মোয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা নেই:

নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, দেশের প্রতিটি জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সরকারিভাবে নিদিষ্ট পরিমাণে ভাতা প্রদানের পরিকল্পনা আপাতত নাই।

মসজিদ আড়াই লাখ :

শেখ মো. নুরুল হকের (খুলনা-৬) লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ইসলামি ফাউন্ডেশনের সমজিদ জরিপ-২০০৮ অনুযায়ী সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৩৯৯টি।

দেখা হয়েছে: 428
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪