|

‘একটা সময় আমিও হারিয়ে যাব’—রিয়াদ

প্রকাশিতঃ ১২:৪২ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২১, ২০১৮

বিশেষ প্রতিনিধিঃ

জীবন থেকে আনন্দময় সময়গুলো হারিয়ে যাচ্ছে। একটা সময় আমিও হারিয়ে যাব।’—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার ১৪ ঘণ্টার মাথায় সত্যি সত্যিই হারিয়ে গেলেন নাইমুর আশরাফ রিয়াদ! হয়তো আগে থেকেই তিনি বিষয়টি টের পেয়েছিলেন। কিন্তু এভাবে অনার্স পড়ুয়া ছাত্রের হারিয়ে যাওয়া কেউই মানতে পারছেন না। ময়মনসিংহের গৌরীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের একজন রিয়াদ।

ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউনিয়নের পানান গ্রামের কৃষক মো. আবু তাহেরের ছেলে রিয়াদ। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। রিয়াদ কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বড় ভাই শফিক সেনাবাহিনীতে চাকরি করেন। ছোট ভাই রোবায়েদ (১৫) ঢাকার একটি মাদ্রাসায় পড়ে।

মঙ্গলবার দুপুরে ছোট ভাই রোবায়েদকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রিয়াদ। আঠারবাড়ি স্টেশন থেকে সিএনজি যোগে ময়মনসিংহ যাচ্ছিলেন তারা। কিন্তু ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের রামগোপালপুর বাজারের কাছে ঈশ্বরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিটির।

দুপুর ১টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় রিয়াদসহ চার জন। ভাগ্যক্রমে বেঁচে যায় রিয়াদের ছোট ভাই রোবায়েদ। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, রিয়াদের মৃত্যুর খবরে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় যেন কাঁদছে পুরো গ্রাম! রিয়াদের মা রুবি খাতুনের আহাজারি কেউ থামাতেই পারছেন না। বুক চাপড়াতে চাপড়াতে তিনি বলছিলেন, ‘আমার এ কী হইলো; আমার সোনার ছেলেডারে কাইর‌্যা নিলো!’

রিয়াদের চাচাতো ভাই আরিফ বিন রব্বানি বলেন, ‘অত্যন্ত মেধাবী ও শান্ত প্রকৃতির ছিল রিয়াদ। রিয়াদের অকালে এভাবে চলে যাওয়া কেউই মানতে পারছেন না।’

'একটা সময় আমিও হারিয়ে যাব'---রিয়াদ

দেখা হয়েছে: 677
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪