|

নৌকায় ভোট না দিলে শহীদদের সাথে বেঈমানী করা হবে: এমপি নাজিম উদ্দিন

প্রকাশিতঃ ১০:২৯ অপরাহ্ন | মার্চ ১৭, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
ময়মনসিংহ গৌরীপুর শনিবার (১৭ মার্চ) অচিন্তপুর এম আর করিম উচ্চ বিদ্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন, জাতীয় শিশু দিবস ও বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন।

জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে আমরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমাদের ত্রিশ লাখ ভাই শহীদ হয়েছেন, দুই লাখ বোন ইজ্জত দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।

এবারের জাতীয় নির্বাচনে দ্বিমুখি প্রতিদ্বন্দ্বীতা হবে। একটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামীলীগ, অন্যটি খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপি। এই দুই দলের মাঝে আপনাদের বেছে নিতে হবে আপনারা কাকে চান। বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষ সুখে থাকে, বিএনপি ক্ষমতায় আসলে দেশে হানাহানি মারামারি লুটপাট শুরু হয়, মানুষ অনিশ্চয়তায় জীবন যাপন করে।

আপনারা নৌকায় ভোট দেবেন, নৌকাকে আবারো বিজয়ী করবেন। নৌকায় ভোট না দিলে এদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হয়, ত্রিশ লাখ শহীদদের সাথে বেঈমানী করা হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জাতীর পিতার সোনার বাংলা পেতে হলে নৌকায় ভোট দিতে হবে। এসময় তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন- বঙ্গবন্ধুকে আরো বেশি জানতে হবে, বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়তে হবে। শিশূদের জন্য বঙ্গবন্ধু অনেক কিছু করেগেছেন, সেগুলো তোমাদের জানা থাকতে হবে।

বিদ্যালয়ের সভাপতি মাসুম উল করিমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগ, গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, গৌরীপুর থেকে নির্বাচিত ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার, ৩নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও বিদ্যালয়ে অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন চন্দ্র দেবনাথ। আলোচনা শেষে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন অপূর্ব শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ।

দেখা হয়েছে: 431
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪