|

রাজশাহীতে আ’লীগ প্রকাশ্যে বিএনপি জামাত আতঙ্কে মাঠে নেই জাতীয় পাটি

প্রকাশিতঃ ১:২৫ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২২, ২০১৮

তানোর-Tanore

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
ক্ষমতাসীন আ’লীগ প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে রাজনীতির কর্মকাণ্ড। অন্যদিকে বিএনপি জামাত আতঙ্কে দিন পার করছেন । এছাড়াও জাতীয় পাটির দেখা নেই রাজনীতির মাঠে।

এতে করে ক্ষমতাসীনরা দাপটের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করলে রাজনীতির মাঠে প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা আতঙ্কে ঘর ছাড়া রয়েছে। ফলে একক আধিপত্য নিয়ে রাজনীতির মাঠে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাংসদ অনুসারিরা।

জানা গেছে চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে রাজশাহীর তানোর সহ বিভিন্ন এলাকায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দু এক জায়গায় সভা করতে দেখা যায় বিএনপি ও সহযোগী নেতাকর্মীদের। আর জামাতের নেতা কর্মীদের প্রকাশ্যে কোন জায়গায় দেখা পাওয়া যায় না।

এদিকে রাজনীতির মাঠে সুযোগ থাকলেও কোন কার্যক্রম নেই জাতীয় পাটির। এদিকে তানোরে বছরের শুরুতে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস পালন নিয়ে ক্ষমতাসীনদের দন্দ প্রকাশ্যে রুপ নিয়ে রাজনীতির মাঠ মাঠ চরম উত্তপ্ত হয়ে উঠে। সেভেন স্টার অন্যদিকে সাংসদ । নিজেদের বিভেদ এতই প্রকট আকার ধারন করে ৩ জায়গায় সভা আহবান করা হয়।

মুণ্ডুমালায় মেয়র রাব্বানীসহ সেভেন স্টারের ডাকে নামে নেতাকর্মীদের ঢল। বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে মেয়র মিজানসহ একাধিক নেতার নামে বিস্ফোরক আইনে মামলা দেয়া হয়। তারপর থেকেই বিএনপির নেতাকর্মীরা রয়েছেন আত্মগোপনে। তবে আত্মগোপনে থাকলেও শহরে নানা কর্মসূচী পালন করছেন নেতারা। বিএনপির কেন্দ্রীয় ভাবে কোন কর্মসূচি আসলেও পালন করতে পারছেনা তারা।

উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক জানান দেশনেত্রী বেগম জিয়ার রায়ের আগের দিন পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক মেহেদী হাসানকে ঘুমন্ত অবস্থায় ককটেলসহ আটক করে আমাদের একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০জনের নামে বিস্ফোরকদব্র্য আইনে মামলা করেছে পুলিশ।

যার কারনে আমরা কোন ধরণের কর্মসূচী পালন করতে পারছিনা। এমন কি অনেক নেতাকর্মীরা আতঙ্ক নিয়ে ঘর বাড়ি ছেড়ে কোন রকমে দিন পার করছেন । আমরা আতঙ্ক নিয়ে পালিয়ে বেড়াচ্ছি আর আ”লীগ থানা মোড় ব্লক করে সভা করছেন নৌকায় ভোট চাচ্ছেন।

এসব বিষয়ে জানতে সাংসদ ফারুক চৌধুরীর মোবাইলে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি। যার ফলে এসংক্রান্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।

দেখা হয়েছে: 394
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪