|

ময়মনসিংহে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স উদ্বোধন

প্রকাশিতঃ ২:১৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৭, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারী ) দুপুরে নগরীর ছোট বাজার এলকায় কার্যালয়টি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, মার্কেন্টাইল ইসলামী ব্যাংকের মূখ্য নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মজুমদার ও পৌর মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান কায়েসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মার্কেন্টাইল ইসলামী ব্যাংকের মূখ্য নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মজুমদার। এতে প্রধান আলোচক ছিলেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এ্যান্ড কোম্পানীর সচিব নিজাম উদ্দিন আহম্মদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র ইকরামুল হক টিটু, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ( উন্নয়ন ) এম এ করিম, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপক ও ইনচার্জ ( উন্নয়ন প্রশাসন বিভাগ ) কাজী মোঃ মনির হোসেন, ওমর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়ারেজ হাসান প্রমুখ।

ময়মনসিংহে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স উদ্বোধন

এ সময় বক্তারা বলেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত হয়ে থাকে। আমরা কোন সুদি ব্যাংকের সাথে লেনদেন করি না। শুধু ইসলামী ব্যাংকের সাথেই একমাত্র লেনদেন করা হয়। তাই এখানে কোন সুদের ব্যবসা করা হয় না। তবে পথচলিত নিয়মেই এই প্রতিষ্ঠানটি চলে। প্রতিটি সাধারন মানুষের জন্য লাইফ ইন্সুরেন্স অপরিহার্য। এর কোন বিকল্প নেই। এই লাইফ ইন্সিরেন্স মানুষের জন্য উপকার ভয়ে আনে।

তারা আরও বলেন, ইন্সুরেন্স করা প্রতিটি মানুষ এর ফল সারাজীবন উপভোগ করতে পারে। ইন্সুরেন্স করা একজন মানুষ যখন মৃত্যু বরন করে তখন লাইফ ইন্সুরেন্স কোম্পানী গুলো তাদের পাশে গিয়ে দাঁড়ায়। তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে থাকে। তাই আসুন আমরা প্রতিটি মানুষকে লাইফ ইন্সুরেন্স করতে আগ্রহ করে তুলি। তারা যাতে সহজে ইন্সুরেন্স করতে পারে। সেই জন্য সকল মানুষকে লাইফ ইন্সুরেন্স করার আহ্বান জানিয়েছেন।

দেখা হয়েছে: 1243
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪