|

মানসিক স্বাস্থ্য ক্লিনিক উদ্বোধন করলেন পলক

প্রকাশিতঃ ১:৩২ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ১৯, ২০১৮

অনলাইন বার্তাঃ

রাজধানীর বনানীতে শনিবারমনোস্বাস্থ্য কল্যাণ ক্লিনিক (পিএইচডব্লিওসি) উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও পিএইচডব্লিওসি’র চেয়ারম্যান জাহেদা ফিজ্জা কবীর, ব্যবস্থাপনা পরিচালক আশিক সেলিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিসিম জান সাজিদ ও পিএইচডব্লিওসি’র অন্যন্য প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য মো. ফরাসউদ্দীন; বাংলাদেশ সরকারের প্রাক্তন স্বাস্থ্য সচিব ও আইসিডিডিআরবি’র উপ-নির্বাহী পরিচালক সৈয়দ মনজুরুল ইসলাম, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের ট্রাস্টি, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা এবং ‘এশিয়াটিক ইএক্সপি’র ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকেরসহ বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আমাদের সুস্থতার জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর সমান গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতে বাংলাদেশে সুস্থ প্রজন্ম তৈরিতে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা ‘পিএইচডব্লিওসি’কে ধন্যবাদ প্রদান করছি। পিএইচডব্লিওসি’ মানসিক স্বাস্থ্য সেবাকে ডিজিটাইজ করার ক্ষেত্রে আমরা সব ধরণের সহযোগিতা প্রদান করব।

অনুষ্ঠান উদ্বোধন ছাড়াও পিএইচডব্লিওসি’তে দিনব্যাপি ছিল অ্যারোমা থেরাপি, মেমোরি টেস্টিং, আর্টস্ এন্ড ক্রাফটস্, মাইন্ডফুল কালারিং ও ক্লে স্টেশন পরিচালিতক্লে মডেলিং ইত্যাদি কর্মসূচি।

দেখা হয়েছে: 446
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪