|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজশাহী আসছেন

প্রকাশিতঃ ২:৪৭ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২২, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আ’লীগের সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার রাজশাহীতে আসছেন। মহানগর ও জেলা আ’লীগ আয়োজিত মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। ইতপূর্বেই জনসভার স্থান প্রস্তুত করা হয়েছে।

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে রাজশাহী জেলা শহর জুড়ে। জনসভায় আগত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কয়েকদিন আগে থেকেই মহানগরীর প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। সেই সাথে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর আগে রাজশাহী মহানগর আ’লীগ সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৯টি দাবি জানানোর কথা জানিয়েছেন।

এদিন প্রধানমন্ত্রী আরএমপির নয় থানার উদ্বোধনও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতাকর্মীরা। প্রচার মিছিলও করা হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে। জনসভায় ৫ লাখ মানুষের সমাগমের টার্গেট নেওয়া হয়েছে।

রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, জনসভায় ৫ লাখ মানুষ সমাগমের টার্গেট নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রাজশাহীবাসী।

নিরাপত্তার বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, জনসভার মাঠে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আরএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

দেখা হয়েছে: 638
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪