|

জলবায়ু পরিবর্তনে দূর্যোগ ঝুকি কমানোর জন্য সচেতনতা বৃদ্ধিকরণ সভা

প্রকাশিতঃ ১০:৫৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৪, ২০১৮

শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে জলবায়ুসহনশীল কৃষি প্রকল্পের উন্নতির লক্ষে প্র্যাকটিক্যাল এ্যাকশন ও কারিতাস,কারফুড,উলাসী সৃজনী সংঘের যৌথ উদ্দ্যগে উপজেলার ছাতনীপাড়ায় জলবায়ু পরিবর্তনে দূর্যোগ ঝুকি কমানোর জন্য সচেতনতা বৃদ্ধিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার সময় ছাতনীপাড়া বিক্রয় ও সেবা কেন্দ্রের সভানেত্রী রুমা খুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনআরা ডলি, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ প্রতিনিধি রকিবুজ্জামান,কারিতাসের কৃষি প্রকল্পের ফিল্ড অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।

জলবায়ু পরিবর্তনে দূর্যোগ ঝুকি কমানোর জন্য সচেতনতা বৃদ্ধিকরণ সভা

কর্মশালায় সকল প্রতিকূলতা মোকাবেলা করে কৃষি ভিত্তিক সর্বিক সচেতনতা বৃদ্ধিসহ সকল কৃষি উপকরণ ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার জন্য কৃষকেরদের পরামর্শ মূলক বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়। ছাতনীপাড়া এলাকার নারীদের কৃষিতে সমৃদ্ধি করার জন্য হাঁস, মুরগী,গরু,ছাগল ও ভেড়া পালন করে পরিবার ও সমাজে তাদের স্বাবলম্বী করে গড়ে তুলার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

যেসকল নারীরা বিনামূল্যে কৃষি উপকরণ ও পশু পরিচর্যা করার পদ্ধতি পেয়েছে তারাসহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ এই কর্মশালায় অংশগ্রহন করে। নারীরা পশু লালন পালনেরর জন্য সঠিক পদ্ধতি ও সঠিক চিকিৎসার প্রশিক্ষণ গ্রহন করে নিজেরা আজ হাঁস, মুরগী,গরু,ছাগল ও ভেড়া পালন করছে। সে প্রশিক্ষণ কাজে লাগিয়ে অনেক নারী কৃষক উপকৃত হয়েছে।

আবহাওয়ার জনিত ক্ষতির কারণ ও প্রতিকার সম্পর্কে সকল কৃষকদের সচেতন করে বক্তারা আরো বলেন প্র্যাকটিক্যাল এ্যাকশন কৃষকদের দৌড় গোড়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য সকল কৃষকের কাছে আবহাওয়া সম্পর্কে সচেতনতা মূলক আবহাওয়া বোর্ড স্থাপন করেছে ।

যাতে করে সকল কৃষক আগামী কয়েকদিন আবহাওয়া কেমন হতে পারে সেই সম্পর্কে ধরনা পাবে। এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করে দেশের অর্থনীতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

দেখা হয়েছে: 584
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪