|

মুক্তির মরীচিকা ধারাবাহিক উপন্যাস: আরিফ আহমেদ (পর্ব ৩)

প্রকাশিতঃ ১২:০১ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৩, ২০১৮

জাহানারা বেগম ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছেন। আলমাছ আলী মুন্সি খাটের উপর অর্ধশোয়া হয়ে পান চিবাচ্ছেন। কিছুক্ষণ জাহানারা বেগমকে লক্ষ করে বললেন, আগামীকাল থেকে বাড়িতে একটা নতুন ছেলে আসবে। লেখাপড়া করে, ওর দিকে একটু খেয়াল-টেয়াল রেখো।

তিনি খোঁপা করতে করতে বললেন, বাড়িতে তো কত সময় কত লোক আসে আর যায়, কখনো আমার খেয়াল-টেয়াল রাখতে হয় না। এ ছেলেকে আলাদাভাবে দেখার প্রয়োজন কি?

আলমাছ মুন্সি আঙ্গুল থেকে কিছুটা চুন জিহ্বায় লাগিয়ে বললেন, ছেলেটা ভালো। লেখাপড়া করছে, চেহারাও সুন্দর, স্বভাব-চরিত্র ফুলের মতো, একটু আলাদা যত্ন তো নিতেই হবে।

কথাটায় একটু খোঁচা আছে তবে জাহানারা বেগম ঠিক খেয়াল করেননি। তিনি জানতে চাইলেন, আগে কোথায় ছিল?
কাজী বাড়িতে।
এখন চলে আসছে কেন?
চলে আসছে না, আমি নিয়ে আসছি।
এবার না হজে যাচ্ছ, তারপরও স্বভাব বদল হয়নি?
এখানে স্বভাবের কি দেখলে?

কাজী সাহেবের সাথে তোমার সাপে নেউলে সম্পর্ক। ছেলেটাকে তিনি এমনি এমনি তোমার এখানে পাঠাচ্ছেন, তা কি আমাকে বিশ্বাস করতে বলছ?

অন্য সময় হলে আলমাছ মুন্সি রাগ করতেন, কিন্তু এখন তা না করে বরং হেসে বললেন, আজকাল তোমার বুদ্ধি-সুদ্ধি কিছু হচ্ছে। ছেলেটাকে নিয়ে কাজীর অনেক স্বপ্ন ছিল। গত বছর কাজীর মেয়েটা অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, ছেলেটা পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছে ট্যালেন্টপুলে। আর সবই নাকি এ ছেলের পরিশ্রমের ফসল। তাই সাথে করে লন্ডন নিয়ে যেতে চেয়েছিল, ভিসাও নাকি করা হয়ে গেছে।

জাহানারা বেগম আফসোস করে বললেন, ছেলেটাকে ওরা নিশ্চয়ই নিজের সন্তানের মতো করে দেখে। ওদের মনে তুমি এত বড় আঘাত দিও না। কাল সকালে মফিজকে পাঠিয়ে না করে দাও।

আলমাছ মুন্সি কিছুটা রেগে বললেন, বোকার মত কথা বলো না। ছেলেটাকে এখানে আসতে রাজী করাতে আমার অনেক কষ্ট হয়েছে, অবশ্য সব করিয়েছি কাজীকে দিয়েই। যাতে আমাকে কোন রকম সন্দেহ না করে। লন্ডনের চেয়ে কি আমার এখানে কম ভালো থাকবে?

ওকে এভাবে ছিনিয়ে আনার দরকারটা কি?
মেয়েমানুষের বুদ্ধি থাকলে তো আর ঘরের কোণে থাকতে হতো না। আমি যাচ্ছি হজে। ছেলে দুটিও দেশে নেই। হায়াত-মউতের কথা বলা যায় না। মেয়েটাকে বিয়ে দিতে দিলে না, উচ্চ শিক্ষিত করবে, গরু বানাবে না মানুষ বানাবে, বেশ বানাও। কিন্তু আমি মরে গেলে আমার মেয়েকে নিয়ে রাস্তার ছেলেরা টানাটানি করবে, তা হতে দিতে পারি না।

চোর তো জগতের সবাইকে চোরই ভাবে। সারা জীবন নিজে অন্যের মেয়েদের নিয়ে টানাটানি করেছ, তাই জগতের সব ছেলেকে নিজের মতো মনে কর। আমার মেয়ের জন্য তোমার কোনো ছেলে ঠিক করে যেতে হবে না। প্রয়োজন হলে তা আমি নিজেই করে নিতে পারবো।

আলমাছ মুন্সি বাঁকা সুরে বললেন, নিজের বেলায় যেহেতু পেরেছ মেয়ের বেলায় আর পারবেনা কেন? আমি নেহাৎ ভাল মানুষ বলেই সব মেনে নিয়েছিলাম। এ জগতে আর কেউ তা করবে না।

জাহানারা বেগম খোঁচা দেওয়ার ভঙ্গিতে বললেন, ভালো লোকেরাই তো রাতের আঁধারে জোর করে বিয়ে করতে যায়, উপকার করতে গেলে জড়িয়ে ধরে।

আলমাছ মুন্সি মুখ ভ্যাংচিয়ে বললেন, কেউ যদি সুযোগ বুঝে কাছে আসতে চায় ধরলেই দোষ কি? ফেলে তো আর দেইনি, আপদ সাথে করে নিয়েই এসেছি।
শিয়াল কি আর শিকার ধরে ফেলে আসে, নিয়েই যায়।
শরীর আর মুখের জোয়ার আজকাল যেভাবে আসছে আল্লাই জানেন, যে রকম রেখে যাচ্ছি ফিরে এসে সে রকম পাই কি না।
মনে যার এতো ভয় তার হজে না গেলেই হয়।

মেয়ে মানুষের কথায় আমি যাত্রা বাতিল করি না। আর কোন সিদ্ধান্তও নেই না। শোনো, ছেলেটা কাল আসছে, ওর দিকে যতদূর সম্ভব খেয়াল রাখবে। আবার মেয়েকে সেবা যত্নে লাগিয়ে দিয়ো না, শেষে বৃষ্টির দিনে গামছা হাতে নিয়ে গিয়ে বলবে, ভাইজান নেন মাথাটা মোছেন, নয়ত ঠান্ডা লাগবে। আলমাছ মুন্সি আড়চোখে স্ত্রীর দিকে তাকালেন।

জাহানারা বেগম কঠিন একটা জবাব দিতে গিয়েও দিলেন না। কারণ জানেন লাভ নেই। এর জবাব বিগত দিনে অনেকবার দিয়েছেন, লাভ হয়নি বরং দূর্বল জায়গা মনে করে আলমাছ মুন্সির কাছে এ কথাটির গুরুত্ব আরো বেড়ে যায়।

একটি ভুলের মাশুল তিনি দিচ্ছেন, তার সমস্ত জীবনের বিনিময়ে। মুক্তিযোদ্ধার কন্যা আজ রাজাকারের স্ত্রী, এর চেয়ে হতভাগ্য আর নির্মম জীবন কী হতে পারে?

আলমাছ মুন্সি তাদের বাড়িতে জায়গির থেকে জাহানারা বেগমের ছোট ভাই এবং আশপাশের কয়েকটি ছেলেমেয়েকে আরবি পড়াতেন। তিনি লোক হিসাবে খারাপ ছিলেন না। গ্রামের মসজিদে ইমামতি করতেন। দেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হল তখন জাহানারার বাবা করিম বক্স মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে চলে গেলেন ইন্ডিয়া। সংসারের দায়িত্ব দিয়ে গেলেন আলমাছ মুন্সির হাতে। পাশের গ্রামে হানাদার বাহিনীর ক্যাম্প হওয়ার পর থেকেই আলমাছ মুন্সির মতিগতি কেমন যেন রহস্যময় হয়ে উঠলো। সকালে বেরিয়ে যান বাড়ি ফিরেন গভীর রাতে। সবাই ভাবলো আলমাছ মুন্সি হয়তো গোপনে কোথাও মুক্তিবাহিনীর ট্রেনিং নিচ্ছেন।

একদিনের ঘটনা। জাহানারা বেগমের মা গেছেন এক আত্মীয়ের বাড়িতে যুদ্ধের খবরা-খবর জানতে। যদি জাহানারার বাবার কোনো খোঁজখবর পান এই আশাও ছিল মনে। বলে গেলেন সন্ধ্যার পূর্বেই বাড়ি ফিরবেন। কিন্তু বিকেল থেকেই শুরু হলো ভীষণ ঝড় আর প্রবল বর্ষণ। তিনি ছোট ভাইকে নিয়ে খাওয়া-দাওয়া সেরে মায়ের অপেক্ষায় আছেন। ছোট ভাইটি একসময় ঘুমিয়ে পড়ল। রাত যত গভীর হচ্ছে দুঃশ্চিন্তা ততই বৃদ্ধি পাচ্ছে।

শেষে ভাবলেন, আলমাছ মুন্সি এলে খোঁজ নেওয়ার জন্য তাকে পাঠাবেন। গভীর রাতে তিনি বাড়ি ফিরলে জাহানারা বেগম বৈঠকখানার বারান্দায় গিয়ে আলমাছ মুন্সিকে ডাকলেন। তার হাতে একটা গামছা। ডাকার পর হঠাৎ মনে হলো এত রাতে নির্জন বাড়িতে একজন নওজোয়ানের ঘরে আসা ঠিক হয়নি, কিন্তু ফিরে যাওয়াও কেমন জানি খারাপ দেখাচ্ছে। লোকটার সারা দিন হয়ত খাওয়া নেই, অনেক পরিশ্রমও করে এসেছেন।

আলমাছ মুন্সি দরজা খুলে বারান্দায় এলে জাহানারা বেগম ভাঙ্গা ভাঙ্গা গলায় বললেন, দুপুর বেলায় মা রহমত চাচাদের বাড়িতে গিয়েছিলেন, সন্ধ্যার পূর্বেই ফিরার কথা। আপনি কি একটু খোঁজ নিয়ে আসবেন?

আলমাছ মুন্সির চোখ হঠাৎ চকচক করে ওঠলো। শরীরে উষ্ণ হাওয়ার আভাস। এই নির্জন বাড়িতে আর কেউ নেই, সে আর জাহানারা। তার দৃষ্টি জাহানারার সমস্ত শরীরের ওপর। জাহানারা বেগম ফিরে যাওয়ার জন্য বললেন, আপনি গামছা দিয়ে মাথা এবং হাত-মুখ মোছেন, আমি খাবার দিচ্ছি। আলমাছ মুন্সির দৃষ্টি গামছার দিকে নয়, শয্যাসুখ কামনায় সামনে দাড়ানো তরুণীটির প্রতি। সে গামছা নেওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে এলো। তবে গামছা নয়, ধরল জাহানারার হাত। কিছু বুঝার আগেই রুমে নিয়ে দরজা বন্ধ করে দিলো।

জাহানারা বেগম কঠিন কণ্ঠে বললেন, কি হচ্ছে এসব?
আলমাছ মুন্সি কিছুই শোনেননি বা শোনার প্রয়োজন মনে করেননি। হাতে সময় কম, ধৈর্য্যও আর অবশিষ্ট নেই। জাহানারা বেগম চিৎকার করলেন কিন্তু ঝড়ের শনশন শব্দ আর বৃষ্টির ঝংকারে তা শূন্যেই হারিয়ে গেল।

সপ্তাহখানেক পর জানা গেলো আলমাছ মুন্সি মুক্তিযোদ্ধা নয়, রাজাকার বাহিনীর সদস্য, পাকিস্তানিদের দালাল। গ্রামের লোকেরা তাকে অপমান করে তাড়িয়ে দিল। মুক্তিযোদ্ধার ঘরে কখনও রাজাকারের স্থান হতে পারে না। কিছুদিন পর রাতের অন্ধকারে আলমাছ মুন্সি তার দলবল নিয়ে হাজির হলো জাহানারা বেগমের বাড়িতে। আজ রাতেই সে জাহানারা বেগমকে বিয়ে করতে চায়। জাহানারা বেগমের মা চিৎকার করে বললেন, প্রয়োজনে আমরা সবাই একসাথে মরে যাব তবু তোর মতো জানোয়ারের হাতে আমার মেয়েকে তুলে দেব না।

আলমাছ মুন্সি সে কথার কর্ণপাত না করে অন্দর মহলে ঢুকে হাত ধরে জাহানারা বেগমকে টেনে আনলেন। সাথে আসা লোকজনদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বললেন, মৌলভি সাহেব বিয়ে পড়ান। জাহানারা বেগম জানেন যা হবার আগে হয়ে গেছে, তাছাড়া তিনি অন্তঃসত্তা। তাই অমত করে লাভ নেই। বিয়ের কলেমা পড়ানোর পর মায়ের সামনেই আলমাছ মুন্সি তাকে কাঁধে তুলে নিলেন।

বাইরে দাঁড়ানো পাকিস্তানিদের জীপে করে নিয়ে এলেন এই পরিত্যাক্ত বাড়িতে। বাড়ির একপাশে ছিলো হানাদারদের ক্যাম্প। কত নারীর আর্তনাদ তিনি শুনেছেন এই আবদ্ধ ঘরে বসে। জাহানারা বেগম পরিবার থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হলেন। এক বুক কষ্ট নিয়ে জীবন পার করা ছাড়া কিছুই আর করার নেই তার।

অপরাধ বার্তার ধারাবাহিক আয়োজন মুক্তির মরীচিকা প্রতি সাপ্তাহে একটি করে পর্ব প্রকাশ করা হবে। চলবে…

দেখা হয়েছে: 716
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪