|

লক্ষ্মীপুরে স্কুলছাত্র আল-আমিন ক্যান্সার রোগ থেকে বাঁচতে চায়

প্রকাশিতঃ ৯:৫১ অপরাহ্ন | মার্চ ২০, ২০১৮

রুবেল হোসেন,স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে ক্যান্সারে আক্রান্ত হয়ে পঞ্চম শ্রেণির ছাত্র আল-আমিন হোসেন (১২) মানবেতর জীবন অতিবাহিত করছে। কয়েকমাস আগে তার গলাা ভেতরের অংশে এ মরণব্যাধী দেখা দেয়। পরে ঢাকায় হাসপাতালে নেওয়া হলে সে ক্যান্সার রোগ আক্রান্ত বলে জানায় চিকিৎসকরা।

আল-আমিন সদর উপজেলার চররুহিতা গ্রামের ফলোয়ান বাড়ির মৃত শফিক হোসেনের ছেলে এবং চররুহিতা ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। অন্যের বাড়িতে কাজ করে দুই ছেলে ও এক মেয়ের পড়ালেখা এবং দু’মুঠো খাবার তুলে দেন মা নিপু বেগম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আল-আমিন তার সহপাঠিদের সাথে খেলাধুলা করছে। তবে অন্যদের মতো বেশি ছুটোছুটি করতে পারে না। বেশিক্ষন খেলাধুলা করলে সে ক্লান্ত হয়ে পড়ে। মাঝে মধ্যে অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকতে হয়। কিন্তু সে ঘরে শুয়ে থাকতে পছন্দ করে না। সে চাই অন্যদের মতো স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে।

ছাত্রের মা নিপু বেগম বলেন, আল-আমিন মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তো। ঠিকমতো স্কুলে যেতে পারতো না। একপর্যায়ে তার গলার ভেতরের অংশে ফুলে যায়। এতে তার খাওয়া-ধাওয়া বন্ধ ও মাঝে মধ্যে কথাও বলতে কষ্ট হতো।

পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। কয়েকদিন চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তার গলায় ক্যান্সার রোগ শনাক্ত করেন।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, আল-আমিনের বয়স এখনো কম। সঠিকভাবে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হলে সে সুস্থ হতে পারে।

তবে এই রোগের চিকিৎসা খরচ ব্যয়বহুল। যা তার বিধবা মায়ের পক্ষে সম্ভব নয়। তাই দরকার সমাজের বিত্তবান, প্রভাবশালীসহ সকল শ্রেণি-পেশার লোকজনের সহযোগীতা। সবার আর্থিক সহযোগীতা পেলে উন্নত চিকিৎসা দেওয়া হলে বাঁচতে পারবে আল-আমিন।

চররুহিতা ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা ফেরদৌসী’অপরাধ বার্তা’কে জানান,আল-আমিন মেধাবী ছাত্র। সে মাঝে মধ্যে অসুস্থ্য থাকতো। পরে খবর নিয়ে জানা যায় সে দূরারোগ্য রোগে আক্রান্ত। পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য কর্মচারী ফারুক হোসেনকে দিয়ে তাকে বিদ্যালয়ে আনা নেওয়া করা হচ্ছে। অন্যদিকে এই মেধাবী ছাত্রকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের আর্থিক সহযোগীতা কামনা করেন।

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুল হক মাহবুব ‘অপরাধ বার্তা’কে বলেন,শিশু আল-আমিনের বাবা বেঁচে নেই। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা। ইতিমধ্যে তার চিকিৎসার আর্থিক সহযোগীতার জন্য বিভিন্ন মহলে বিষয়’টি অবহিত করা হয়েছে।

দেখা হয়েছে: 579
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪