|

গোদাগাড়ীতে বাল্যবিবাহ হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, আটক ৩

প্রকাশিতঃ ৯:০০ অপরাহ্ন | মার্চ ০২, ২০১৮

শামসুজ্জোহা বাবু, গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে স্কুল পড়ুয়া মেয়েকে বাল্য বিয়ে থেকে রক্ষা করল প্রশাসন। তিনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভানপুর গ্রামে আনসার আলীর মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী রিপা খাতুন (১৫) গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আল- আমিনের সাথে বিয়ে হয়।

অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ নেওয়াজের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানোয়ার হোসেন এবং পুলিশ উক্ত বাড়ীতে উপস্থিত হয়ে বাল্য বিবাহ দেওয়ার দায়ে তিন জনকে আটক করে।

আটকৃতরা হলো উপজেলার রাজারামপুর চাত্র গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে রুহুল আমিন (২৭) ও মানিক হোসেন (২৩) এবং রাজশাহী মহানগরীর পবা উপজেলার বকসাইল গ্রামের হযরত আলীর ছেলে মন্টু (৩০) এবং ছয় জনকে আসামী করে গোদাগাড়ী মডেল থানায় একটি এজহার দাখিল করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ বলেন,বাল্য বিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর ৭ ও ৮ ধারায় তিন জনকে আটক ও পলাতক তিন জনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তদন্ত করা হবে । তাই অভিযুক্ত ব্যাক্তিদের আটক করে আইনের আওতায় নেওয়া হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) আলতাফ হোসেন বলেন, আটককৃতদের বাল্য বিবাহ প্রতিরোধ আইনে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

দেখা হয়েছে: 992
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪