|

চুরির অপবাদে ১২ বছর ধরে শিকলবন্দি বাসন্তী

প্রকাশিতঃ ২:০১ পূর্বাহ্ন | মার্চ ০৮, ২০১৮

উপেন্দ্র নাথ রায়, পঞ্চগড় প্রতিনিধিঃ

চুরির অপবাদে অন্তত ১২ বছর ধরে শিকলবন্দি বাসন্তী রানী (৩১)। লক্ষীরহাট বাজার পার হয়ে মহাসড়ক থেকে দক্ষিণে তাকালেই দেখা যাবে বাড়ির কাছেই একটি কাঁঠালগাছের সঙ্গে পায়ে শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে।

ছেড়ে দিলেই চুরি করেন, স্থানীয় লোকজনের এমন অপবাদ আর অভিযোগের কারণেই এই নারীকে এভাবে বেঁধে রাখা হয়। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট-ডাঙ্গাপাড়া এলাকার হরিপদ কর্মকারের মেয়ে বাসন্তী।

জানা যায়, হরিপদ কর্মকারের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বাসন্তী দ্বিতীয়। তিনি ও তার ছেলে রতন কামারের কাজ করে সংসার চালান। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন বাসন্তী। তারপর আর লেখাপড়া করা হয়নি। সপ্তম শ্রেণিতে পড়ার সময় মৃগী রোগ ধরা পড়ে তার। পরিবার থেকে বিয়ের চেষ্টা করলেও মানসিকভাবে অসুস্থ ভেবে কেউ তাকে বিয়ে করতে রাজি হয়নি।

লেখাপড়া ছাড়ার পর বাসন্তী বেসরকারি সংস্থা ব্র্যাকের কিশোরীদের স্বাস্থ্য পরিচর্যা সংক্রান্ত একটি প্রকল্পে চাকরি নেন, কিন্তু রাজশাহীতে প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফেরার পর মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন, এ সময় মৃগী রোগেও কাবু হয়ে পড়েন তিনি।

বাসন্তীর পরিবার জানায়, পাবনায় মানসিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে বলেছিলেন তার কোনো মানসিক রোগ নেই। অবশ্য ওই সময় রংপুরে মৃগী রোগের চিকিৎসা নেওয়ার সময় তার আচরণ অস্বাভাবিক হতে শুরু করে। অল্পতেই রেগে যাওয়া, ভাঙচুর করা, গালাগাল করা, মানুষের বাড়ির জিনিস হাতে করে নিয়ে এসে অন্য বাড়িতে রেখে দেওয়া এসব করতেন বাসন্তী।

একদিন লক্ষীরহাট গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন থেকে একটি মোবাইল ফোনসেট চুরি হলে দোষ চাপানো হয় বাসন্তীর ওপর। এ ঘটনায় সালিস বৈঠক হয় এবং সেখানে ঘোষণা দেওয়া হয় যে এলাকায় কোনো চুরি হলেই দায় পড়বে তার ওপর। তাই তাকে যেন পরিবারের লোকজন বেঁধে রাখে। যদিও পরে প্রমাণ হয় বাসন্তী ফোনসেট চুরি করেননি। এর পরও আশপাশের বাড়িতে চুরির মিথ্যে অভিযোগে ২০০৬ সাল থেকে তার বন্দিজীবন শুরু হয়। সে সময় তার বয়স ছিল ১৮ বছর। এর মধ্যে ২০১৪ সালে মা রুহিলা রানীকে হারান বাসন্তী।

বাবা হরিপদ কর্মকার বলেন, বাসন্তীকে অনেক ডাক্তার-কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু ভালো হয়নি। মাথায় একটু সমস্যা হয়েছে। কর্মকারের কাজ করে যা পাই তা দিয়ে সংসার চলে। ভালো করে চিকিৎসা করাতে পারিনি। মানুষের অভিযোগের জন্য বেঁধে রাখতে হয়। বাসন্তীর ছোটবেলার সহপাঠী ফুলমালা খাতুন বলেন, বাসন্তী খুব ভালো ছাত্রী ছিল। ওরা দুই বোন ফাঁক পেলেই সাইকেল নিয়ে ছোটাছুটি করত। আমরা কখনো কারো বাসায় তাকে চুরি করতে দেখিনি।

আরেক প্রতিবেশী শিউলি আক্তার বলেন, বাসন্তীকে দিয়ে সকালে ওর ছোট ভাইয়ের বউ কিছু গৃহস্থালির কাজ করিয়ে নেন। ভালো করে কাজ করতে পারে না। তারপর বেঁধে রাখে সারা দিন। বাসন্তীর ছোট ভাইয়ের স্ত্রী পবিত্রা রানী বলেন, ছেড়ে দিলেই ও পালিয়ে যায়, নয়তো বাড়িতে ভাঙচুর করে। তাই বেঁধে রাখি।

দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আমি খোঁজখবর নিয়ে শিকল খুলে দেওয়াসহ তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করব।

দেখা হয়েছে: 590
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪