|

এসএসসির প্রশ্ন ফাঁস! পরীক্ষা বাতিলের সুপারিশ কতটা যৌক্তিক?

প্রকাশিতঃ ২:২০ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২২, ২০১৮

শিক্ষা মন্ত্রণালয়ের মূল্যায়ন কমিটি এসএসসির প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছে। ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনই বাংলা প্রথমপত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এরপর পর্যায়ক্রমে অধিকাংশ বিষয়ের প্রশ্ন ফাঁসের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে। এ প্রেক্ষাপটে ৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিলেও শুরুতে তারা চুপচাপ ছিল।

তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সমালোচনা শুরু হলে ১১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি কমিটি গঠনের কথা জানানো হয়। বলা হচ্ছে, ২৬ ফেব্রুয়ারি কমিটি তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। অবশ্য এরই মধ্যে মূল্যায়ন কমিটির পক্ষ থেকে একটি বিষয়ের প্রশ্ন পুরোপুরি এবং বাকিগুলোর প্রশ্ন আংশিক ফাঁস হওয়ার কথা স্বীকার করা হয়েছে।

মূল্যায়ন কমিটি বলেছে, তারা পুরোপুরি ফাঁস হওয়া বিষয়ের পরীক্ষা বাতিলের সুপারিশ করবে। উল্লেখ্য, ২৫ জানুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং কমিটির সভার শুরুতেই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা বাতিলের কথা জানিয়েছিলেন। প্রয়োজনে একই পরীক্ষা ১০ বার গ্রহণ করে ফল প্রকাশের কথাও বলা হয়েছিল সে সভায়।

প্রশ্ন হল, পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কতটা যৌক্তিক? প্রশ্নপত্র ফাঁসের জন্য শিক্ষার্থীরা দায়ী না হলেও পরীক্ষা বাতিলের মধ্য দিয়ে কেন তাদের শাস্তির সম্মুখীন করা হবে, এ প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা মনে করি, প্রশ্ন ফাঁস রোধে ব্যর্থতার দায়ভার কর্তৃপক্ষের। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে কোমলমতি শিক্ষার্থীদের ওপর কেন এ দায়ভার চাপানো হবে, তা বোধগম্য নয়।

পরীক্ষার্থী, অভিভাবকরা বলছেন- যে প্রশ্নপত্র তারা অনলাইনে পেয়েছেন, পরীক্ষা নেয়া প্রশ্নের সঙ্গে তার হুবহু মিল রয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জাতীয় পর্যায়ের একটি পরীক্ষার প্রশ্নপত্র হুবহু ফাঁসের ঘটনা নিঃসন্দেহে বিস্ময়কর। প্রশ্ন ফাঁসকারী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অপরাপর ওয়েবসাইটে নিশ্চয়ই প্রশ্নপত্র ফাঁস করতে সক্ষম হতো না, যদি এক্ষেত্রে পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের যোগসাজশ না থাকত।

বস্তুত স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পুনরাবৃত্তি এটাই প্রমাণ করে- এজন্য দায়ী প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত প্রতিটি পর্যায়ে নেতৃত্ব ও সুষ্ঠু তত্ত্বাবধানের অভাব, কর্তব্যে অবহেলা এবং নৈতিকতার অবক্ষয়। প্রশ্ন ফাঁসের ঘটনা বিধিলিপি হয়ে ওঠা আমাদের জন্য লজ্জার, বেদনার।

সত্যিই এক আজব দেশে বাস করছি আমরা, যেখানে পরীক্ষা মানেই হল সেটির প্রশ্ন ফাঁস হতেই হবে। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে বেকারত্বের যন্ত্রণায় দগ্ধ হতে থাকা দেশের সংখ্যাগরিষ্ঠ নিরীহ ও সৎ চাকরিপ্রার্থীদের সঙ্গে যেমন তামাশা করা হচ্ছে, তেমনি কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা ধ্বংসের বন্দোবস্তও পাকা করা হচ্ছে। প্রশ্ন ফাঁস সমস্যার সমাধান পরীক্ষা বাতিল এবং তা পুনরায় গ্রহণ নয়।

পুনরায় গ্রহণ করা পরীক্ষার প্রশ্নপত্র যে ফাঁস হবে না, এ নিশ্চয়তা কে দেবে? তাছাড়া কতগুলো পরীক্ষা বাতিল ও তা পুনরায় গ্রহণ করা সম্ভব? পরীক্ষা বাতিল করা মানে যে তা অভিভাবক ও ছাত্রছাত্রীদের আর্থিকসহ নানা বিড়ম্বনা বয়ে আনবে, সেটাও বিবেচনার দাবি রাখে।

কাজেই সমস্যার সমাধান করতে হলে যে কোনো মূল্যে প্রশ্নপত্র ফাঁস রোধ করতে হবে। আইনের সঠিক প্রয়োগ এবং অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা হলে প্রশ্ন ফাঁস রোধ হবে বলে মনে করি আমরা।

-যুগান্তর

দেখা হয়েছে: 519
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪