|

তানোরে ১৫ ফুট ড্রেনের অভাবে ১০ পরিবারের দুর্ভোগ

প্রকাশিতঃ ২:০৮ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ১৯, ২০১৮

আলিফ হোসেন,তানোর
রাজশাহীর তানোরের সরনজাই ইউপির পূর্বভাগনা গ্রামে মাত্র ১৫ ফুট পাকা ড্রেনের অভাবে পয়ঃনিস্কাশন নিয়ে ১০টি পরিবারকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে বর্ষা মৌসুমে এই ১০টি বাড়িতে পানি প্রবেশ করে এছাড়াও এই ড্রেন দিয়ে খরা মৌসুমে গভীর নলকুপের সেচ পানি দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

জানা গেছে, তানোরের সরনজাই ইউপির দুই নম্বর ওয়ার্ড পূর্বভাগনা গ্রামের ১০টি পরিবার দীর্ঘদিন ধরে সেখানে পাকা ড্রেন নির্মাণের জন্য ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন দপ্তরের ধর্না দিয়ে আসছেন। কিšত্ত এখানো সেখানে পাকা ড্রেন নির্মাণের কোনো উদ্যোগ নেয়া হয়নি।

আবার কবে নাগাদ সেখানে ড্রেন নির্মাণ করা হবে বা আদৌ হবে কি না তাও কেউ সুনিদ্রিষ্টভাবে বলতে পারেনি। পূর্বভাগনা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ও যুবলীগ কর্মী আলিফ উদ্দীন বলেন, এই জায়গায় ড্রেন নির্মাণ করা হলে তাদের বসবাস করা কঠিন হয়ে পড়বে।

সরনজাই ইউপির দুই নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের (সাবেক) নারী সদস্য (মেম্বার) জোসনা বেগম বলেন, তারা দীর্ঘদিন ধরে পূর্বভাগনা গ্রামের একটি পাকা ড্রেন নির্মানের দাবি করে আসছেন। কিšত্ত কোনো চেয়ারম্যান সেখানে ড্রেন নির্মাণ করেনি যা অত্যন্ত দুঃখজনক।

এব্যাপারে দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আজিমুদ্দীন বলেন, চেয়ারম্যানের সদিচ্ছার অভাবে সেখানে ড্রেন নির্মাণ করা যাচ্ছে না। তিনি বলেন, এলজিএসপি প্রকল্পে অনেক অপ্রয়োজনীয় জায়গায় ড্রেন নির্মাণ করা হলেও সেখানে কোনো ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে না।

এব্যাপারে সরনজাই ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, আগামি দিনে সেখানে অবশ্যই ড্রেন নির্মাণ করা হবে।

দেখা হয়েছে: 558
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪