|

দুর্গাপুর আ’লীগ নেতার কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ

প্রকাশিতঃ ১:৪৯ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর থানার ওসি রহুল আলমের বিরুদ্ধে মাদক মামলায় কারাগারে পাঠানোর ভয় দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ইয়াবা সেবনের অভিযোগে সন্দেহাতীত ভাবে গত বুধবার রাতে কানপাড়া বাজার থেকে ইব্রাহিম হোসেন (৩৮) নামের এক ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রথমে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করলেও পরে ওসি নিজেই ৮ হাজার টাকা ঘুষ নেন। পরের দিন বৃহস্পতিবার মাদক মামলায় গ্রেপ্তার না দেখিয়ে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ইব্রাহিম হোসেনকে আদালতে পাঠান। ওইদিন দুপুরেই অবশ্য আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আসেন ইব্রাহিম হোসেন।

জানা গেছে, গত বুধবার রাতে ইয়াবা সেবনের অভিযোগে উপজেলার কানপাড়া বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে আটক করা হয় উপজেলার যুগীশো গ্রামের ইব্রাহিম হোসেনকে। ইব্রাহিম হোসেন দেলুয়াবাড়ি ইউনিয়নের ১ নম্বর যুগীশো ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

ওইদিন রাতেই তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করা হয়। সাধারণ ডায়েরী নম্বর ৮৮০। সারারাত দেনদরবার শেষে পরের দিন বৃহস্পতিবার ইব্রাহিম হোসেনের পরিবারের লোকজনের কাছ থেকে ৮ হাজার টাকা ঘুষ নেন ওসি রুহুল আলম নিজেই। এরপর ওইদিন সকালেই তাকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়। দুপুরে আদালতে থেকে জামিনে ছাড়া পান ইব্রাহিম হোসেন।

ইব্রাহিম হোসেন অভিযোগ করেন, গত বুধবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার হাট কানপাড়া বাজারের মাসুমের মোটর গ্যারেজে যান তার নিজের মোটরসাইকেলের হেডলাইট মেরামতের জন্য। কিছুক্ষন পরেই দুর্গাপুর থানার এস আই তৌফিক পারভেজ ও এস আই আব্দুর রাজ্জাক মাসুমের গ্যারেজে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে তার কাছে ইয়াবা আছে বলে দাবি করেন পুলিশের ওই দুই কর্মকর্তা।

ইব্রাহিম হোসেন পুলিশ কর্মকর্তাদের দাবির বিষয়ে চ্যালেঞ্জ করলে পুরো গ্যারেজে তল্লাসী শুরু করেন ওই দুই পুলিশ কর্মকর্তা। এক পর্যায়ে তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সারারাত তাকে থানা হাজতে আটকে রেখে আবারো দফায় দফায় তার কাছে ঘুষ দাবি করা হয়। কিন্তু তাতে রাজি হননি ইব্রাহিম হোসেন। ইব্রাহিম হোসেন আরো অভিযোগ করেন, দাবিকৃত ঘুষের টাকা না পেয়ে পরের দিন বৃহস্পতিবার সকালে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারগারে পাঠানোর ভয় দেখান ওসি রুহুল আলম নিজেই।

এমনকি ওসির চাহিদাকৃত টাকা দেয়া হলে তাকে থানা থেকেই ছেড়ে দেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়। পরে দেনদরবার করে ইব্রাহিম হোসেনের পরিবারের লোকজনের কাছ থেকে ৮ হাজার টাকা ঘুষ নেন ওসি রুহুল আলম। তবে টাকার পরিমাণ কম হওয়ায় ওসি রুহুল আলম সন্তুষ্ট না হয়ে থানায় দায়ের করা জিডি মুলে ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান। ওইদিন দুপুরেই আদালত থেকে জামিনে ছাড়া পান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে এস আই তৌফিক পারভেজ ও এস আই আব্দুর রাজ্জাক এ বিষয়ে ওসি রুহুল আলমের সাথে কথা বলতে বলেন।

দুর্গাপুর থানার ওসি রুহুল আলমের সাথে কথা বলা হলে তিনি ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, থানার দুই এস আই হাট কানপাড়া বাজার থেকে ইব্রাহিম হোসেনকে আটক করে থানায় নিয়ে আসলে তাকে পরেরদিন আদালতে পাঠানো হয়েছে। তবে কি অভিযোগে ইব্রাহিম হোসেনকে আটক করা হয়েছিল তার পরিস্কার কোন জবাব দেননি ওসি রুহুল আলম।

দেখা হয়েছে: 378
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪