|

রাজশাহীতে মুক্তিযোদ্ধার জমি জালিয়াতির অভিযোগ

প্রকাশিতঃ ১:২৮ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

তানোর-Tanore

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন চন্ডিপুর এলাকায় এক মুক্তিযোদ্ধার প্রায় সাড়ে পনেরো কাঠা জমি জালিয়াতি করার অভিযোগ উঠেছে।  শনিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধার সন্তান শাহজাদা সামাদ।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার বাবা মৃত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (লাল মুক্তিবার্ত- ৩০১০১০১০৭) ১৯৭৫ সাল থেকে রাজশাহী মহানগরীর চস্ডিপুর মৌজায় বসবাস করে আসছেন। সপরিবারে বসবাসরত অবস্থায় ১৯৮৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।

বাড়িটি অনেক পুরাতন হওয়ায় এবং যাতায়াতের রাস্তা পুকুরে ভেঙে যাওয়ায় বছর তিনেক আগে ওই বাড়ি থেকে তারা একই এলাকায় অন্য বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু সম্প্রতি এলাকার চিহ্নিত ভূমিদস্যু মৃত আবুল কাশেমের ছেলে মিসকী আলম জমি জালিয়াত-চক্রের সহযোগিতায় জাল দলিল, জাল জাবেদা নকল ও ভুয়া ডিক্রির জাল জাবেদা নকল তৈরি করে ভূমি অফিসে খারিজের আবেদন করেছেন।

শাহজাদা সামাদ বলেন,খবর পেয়ে আমরা মিসকীর দরখাস্তের সাথে দাখিল দলিলের ফটোকপিতে দেখতে পাই বাগমারার মৃত মহিরুদ্দিনের স্ত্রী জনৈক সমেজান বেওয়ার নামে ১৯৬১ সালে জমিটি ক্রয় দেখানো হয়েছে। যার দলিল নং- ৭১১১। কিন্তু আমরা ১৯৬১ সালের ৭১১১ নম্বর দলিল রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখতে পাই তা দুর্গাপুরের জনৈক সোনার জান বিবির নামে ক্রয় করা। অর্থাৎ মিসকী সমেজান বেওয়ার নামে ক্রয়কৃত যে দলিল দাখিল করেছেন তা ভুয়া।

শাহজাদা সামাদ বলেন,জালিয়াত চক্রের হোতা মিসকী দাবি করেন, তাদের পক্ষে ডিক্রি আছে। সেই ডিক্রির বলে তারা জাবেদা নকল তুলেছেন এবং তা সংশ্লিষ্ট দপ্তরে জমি খারিজের জন্য দাখিল করেছেন।

কিন্তু জেলা প্রশাসনের সদর রেকর্ড কক্ষ থেকে ‘সন্ধান জানিবার দরখাস্তে আমাদের জানানো হয়েছে ওই নামে কোনো জাবেদা নকল অফিস থেকে দেয়া হয় নি। অর্থাৎ জাবেদা নকলের যে কপিটি মিসকী সমাজান বেওয়ার নামে দাখিল করেছেন সেটিও জাল।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ইতিপূর্বেও মিসকী ভুয়া কাগজ তৈরি করে চ-িপুর প্রেসক্লাবের পেছনে অবস্থিত আব্বাস মঞ্জিল নামের গণপূর্ত বিভাগের একটি বাড়ি দখল করেন। ওই বাড়িটি নিয়ে গণপূর্ত বিভাগের সাথে তার মামলা এখনো আদালতে চলমান।

সংবাদ সম্মেলন থেকে সরকাররের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন এই মুক্তিযোদ্ধা পরিবার। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সন্তান শাহজাদা সামাদ ছাড়াও রাজপাড়া থানা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শুকুর উদ্দিন ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা শেখ মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 446
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪