|

ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর মটকা মসজিদ ভেঙে ফেলা হচ্ছে

প্রকাশিতঃ ২:৫৬ পূর্বাহ্ন | মার্চ ২৫, ২০১৮

ভেঙে ফেলা হচ্ছে দুই শতাধিক বছরের পুরনো মটকা মসজিদ The traditional Lakshmipur Matka Mosque is being broken

স্টাফ রিপোর্টারঃ

ভেঙে ফেলা হচ্ছে লক্ষ্মীপুর জেলার পুরাকীর্তি ও ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর মটকা মসজিদ। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মজুপুর গ্রামে অবস্থিত এ মসজিদটি এক্সক্যাভেটর দিয়ে ভাঙতে দেখা যায়।

মসজিদ কমিটির লোকজন বলছেন একই জায়গায় নতুন একটি মসজিদ নির্মাণ করার জন্য ভেঙে ফেলা হচ্ছে পুরাতনটি।মসজিদের মূল ভবনটি সংস্কার করে পেছনের দুর্বল তৃতীয় তলা ভবনটি ভেঙে মূল ভবনের উত্তরের খালি জায়গাসহ নতুন ভবন তৈরি করা হবে।

বড় একটি গম্বুজবিশিষ্ট মসজিদটি স্থানীয়দের কাছে মটকা মসজিদ নামেই পরিচিত। বাংলা ১২০৬ সালে নির্মিত হয় এ মসজিদটি। তাই দুইশ ১৮ বছরের এ পুরাতন মসজিদটি ভেঙে ফেলা অনেকেই মেনে নিতে পারছেন না।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, পুরাতন মসজিদে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় মসজিদ কমিটির সিদ্ধান্তে তিন তলাবিশিষ্ট নতুন মসজিদ নির্মাণ করা হবে।

যেখানে তৃতীয় তলার ওপরে এ মসজিদের ন্যায় গম্বুজ (মটকা) তৈরি করা হবে। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান বলেন, এই মটকা মসজিদ আমাদের ঐতিহ্য। এটাকে না ভেঙে সংরক্ষণ দরকার ছিল।

জানা যায়, বাংলা ১২০৬ সালের দুল্লুভ বাণুর দানকৃত অর্থে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। শিলালিপিতে আজও তা স্পষ্ট লেখা আছে। সময়ের প্রয়োজনে মসজিদের পূর্বাংশ বর্ধিত করা হয়। মসজিদের প্রথমাংশ বর্গাকার। ভেতরে ২৫-৩০ জন একত্রে নামাজ পড়তে পারে।

মসজিদের ভেতরের দেয়ালে লতাপাতার সুন্দর কারুকাজ তখনকার দিনের নির্মাতাদের শৈল্পিক দক্ষতার কথা স্মরণ করিয়ে দেয়।মসজিদের পাশে একটি দীঘি আছে। মটকা মসজিদ এবং দীঘি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করত।

দেখা হয়েছে: 913
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪