|

দুর্গাপুরে ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

প্রকাশিতঃ ১২:২৪ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষায় অংশ নেয়া এক ছাত্রীকে উত্যক্ত করায় আফজাল হোসেন (১৬) নামের এক যুবকের ১০ মাস ১০ দিনের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল।

শনিবার সকালে উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু আগে অবৈধ ভাবে প্রবেশ করেন ওই যুবক। দন্ডাদেশ পাওয়া ওই যুবক বখতিয়ারপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ১ম বর্ষের ছাত্র। দন্ডাদেশের পর আফজাল হোসেনকে কারাগারে পাঠানো হয়।

বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আলাউদ্দিন আলী জানান, শনিবার তার কেন্দ্রে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার আধাঘন্টা আগে ভবানীপুর গ্রামের সাইদুর রহমান সাইদের পুত্র আফজাল হোসেন অবৈধ ভাবে কেন্দ্রে ঢুকে এক ছাত্রীকে উত্যক্ত করতে থাকেন।

বিষয়টি দেখে ২০৪ নম্বর কক্ষের এক পরীক্ষার্থী আফজালকে বাধা দিলে তাকেও মারধোর করেন আফজাল। পরে ২০৪ নম্বর কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক মুরসালিন আফজালকে ধরে কেন্দ্র ইনচার্জ ও কেন্দ্র সচিবকে জানান। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত হন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল।

পরে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে ১৮৬০ সালের দন্ডবিধির ৫০৯ ধারায় আফজাল হোসেনের ১০ মাস ১০ দিনের সশ্রম কারাদন্ডাদেশের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল। দন্ডাদেশের পর দুর্গাপুর থানার পুলিশ আফজাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে।

দেখা হয়েছে: 382
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪