|

নেই তিন বড় কর্তাবাবু! তানোর ভূমি অফিস ভারে ভারাকান্ত

প্রকাশিতঃ ১০:১৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

সারোয়ার হোসেন,তানোর:

রাজশাহীর তানোর এসিল্যান্ড (ভূমি) অফিসে বড় ৩ কর্তাবাবু না থাকায় বছর জুড়ে চলছে ভারপাপ্ত কর্মকর্তা এসিল্যান্ড,কানুনগো ও নাজির দিয়ে। জানা গেছে, প্রায় বছর ধরে ৩ কর্মকর্তা এসিল্যান্ড, কানুনগো, নাজির না থাকায় ভারপাপ্ত কর্মকর্তা দিয়ে অফিস চলছে।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, অফিসের ৩ বড় কর্মকর্তা না থাকায় বর্তমানে এসিল্যান্ডের (ভারপাপ্ত) দ্বায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শওকাত আলী, কানুনগো’র দ্বায়িত্বে (ভারপাপ্ত) হিসাবে সার্ভেয়ার রণজিত কুমার সাহা ও নাজিরের (ভারপাপ্ত) দ্বায়িত্বে সার্টিফিকেট সহকারী ফিরোজ কবীর হয়েছেন।

যার জন্য আজ ভূমি অফিস ভারপাপ্ত কর্মকর্তা নিয়ে চলতে চলতে ভারে ভারাকান্ত হয়ে পড়েছে। ফলে, ভূমি অফিসে দালালদের চরম দৌরাত্ব্য সেবা নিতে আশা সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্তমান ভূমি অফিসে বোঝা দায় কে কর্মকর্তা, কর্মচারী আর কে দালাল।

এ সুযোগে কিছু অসাধু ভূমি অফিসের কর্মচারী ও দালাল চক্রের মধ্যস্বত্ত্বতায় চলছে অনিয়ম-দূর্নীতি ও অবৈধ লেনদেন কারবার । ভূমি অফিসে টাকা ছাড়া কোন কাজ সাভাবিক নিয়মে হচ্ছে না। কিছু অসাধু কর্মকর্তার খপ্পরে পরে এখানকার সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে বলে জনসাধারণের মধ্যে অভিযোগ উঠেছে।

সূত্রে জানা গেছে, খারিজ (নামজারি), ভুমি উন্নয়নের অতিরিক্ত কর আদায়, আরএস বাণিজ্য, খাজনা দাখিল, সিএস, ডিসিআর বাণিজ্য, ও ইজারাসহ প্রায় সব ক্ষেত্রেই উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়ন ভূমি অফিসগুলোতে প্রতিদিন সহজ-সরল সাধারন মানুষকে চরম হয়রানি ও দুর্ভোগের স্বিকার হতে হচ্ছে।

এক কথায় কাজে ক্রুটি থাক বা নাই থাক ভূমি সংক্রান্ত সব কিছুতেই সাধারণ মানুষকে টেবিলে টেবিলে মোটা অংকের আর্থিক শুবিধা দিতে হচ্ছে। তা না হলে ফাইল নড়ে না সামনের দিকে। ভূমি অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের খপ্পড়ে পড়ে সাধারণ লোকজন প্রতিনিয়ত হচ্ছে প্রতারিত ।

ক্ষতিগ্রস্থ হচ্ছেন আর্থিকভাবেও। ভূমি সংক্রান্ত আইন-কানুন না জানার কারণেই মূলত সাধারণ মানুষ এমন প্রতারণা ও হয়রানির স্বিকার হচ্ছেন। ভূমি অফিসের কর্মকর্তাদের এমন অনিয়মের কারণে দিনের পর দিন জমির নানা রকম সমস্যা ঝুলে আছে।

বিষয়টি নিয়ে ভূমি অফিসের এসিল্যান্ডের দ্বায়িত্বে থাকা (ভারপাপ্ত) কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী বলেন , এসিল্যান্ড ও নাজির ছুটিতে রয়েছে।

এজন্য এসিল্যান্ডের দ্বায়িত্বে (ভারপাপ্ত) হিসাবে আমি রয়েছি ও নাজিরের দ্বায়িত্বে ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী ফিরোজ কবীর কে(ভারপাপ্ত) দ্বায়িত্ব দেয়া আছে। তবে কানুনগো বদলী হওয়ার পরে এখনো কোন কানুনগো না আশায় তার দ্বায়িত্বে সার্ভেয়ার রণজিত কুমার সাহাকে (ভারপাপ্ত) হিসাবে দ্বায়িত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন , কানুনগো দেয়ার জন্য ইতিমধ্যে ডিসি অফিসে অব্যহিত করা হয়েছে। আশা করছি কিছু দিনের মধ্যে আমরা কানুনগো পেয়ে যাবো বলেন তিনি জানান।

দেখা হয়েছে: 442
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪