|

গোদাগাড়ীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২ আহত ১৫

প্রকাশিতঃ ১:০৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০১৮

শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহানন্দা স্পেশাল অনিক পরিবহন বাসের চালক উপজেলার কুঠিপাড়া গ্রামে আতাউর রহমান ফিটুর ছেলে ফারুক হোসেন (৩০) এবং ঐ গাড়ীর যাত্রী চাঁপাই নবাবগঞ্জ সদরের নয়নশোকা গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে আব্দুল্লাহ হীল কাফি(৪০)। গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে একতা ট্রান্সপোর্টের একটি বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে গোদাগাড়ী উপজেলার কামারপাড়া বাজারে বাসটি ‘অনিক পরিবহন’ নামে রাজশাহীগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

গোদাগাড়ীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২ আহত ১৫

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই অনিক পরিবহনের চালক ফারুক হোসেন মারা যান। নিহত অপর ব্যক্তিও এই বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পরিদর্শক আলতাফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত বাস দুটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতদের লাশও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পর সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন।

দেখা হয়েছে: 354
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪