|

অবশেষে জামিন পেলেন ‘গণধর্ষণের’ শিকার সেই নারী

প্রকাশিতঃ ২:৫৩ অপরাহ্ন | অগাস্ট ২৮, ২০১৯

অবশেষে জামিন পেলেন 'গণধর্ষণের' শিকার সেই নারী

নিজস্ব প্রতিবেদকঃ খুলনার রেলওয়ে (জিআরপি) থানায় আটকের পর গণধর্ষণের অভিযোগকারী সেই নারী অবশেষে পুলিশের দেওয়া মাদক মামলায় জামিন পেয়েছেন।

বুধবার দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলায় বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এর আগে, গত ১৯ আগস্ট শুনানি শেষে ওই নারীর জামিন নামঞ্জুর করেন খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

জানা যায়, গত ২ আগস্ট রাতে ওই নারীকে আটকের পর রেলওয়ে থানার মধ্যে ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করেন বলে অভিযোগ উঠে। পরদিন ৩ আগস্ট ৫ বোতল ফেন্সিডিলসহ আটক দেখিয়ে মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়। ওই মামলায় বুধবার আদালত জামিন দিয়েছেন।

আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, মামলায় আগামী ২ সেপ্টেম্বর শুনানির দিনে বিবাদী নারীকে আদালতে হাজির করার শর্ত সাপেক্ষে এই জামিন আবেদন মঞ্জুর করা হয়।

এদিকে, ধর্ষণের অভিযোগ জানালে আদালতের নির্দেশে এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। এছাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ভূক্তভোগী নারী বাদী হয়ে রেলওয়ে থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ০৩ (তাং ১০/০৮/১৯ইং)।

দেখা হয়েছে: 384
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪