|

অবৈধ স্থাপনা না সরানোয় স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ

প্রকাশিতঃ ৯:৩৯ অপরাহ্ন | জুলাই ২৫, ২০১৮

অবৈধ স্থাপনা না সরানোয় স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকেঃ
বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও’র নির্দেশেও স্কুলের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ থাকায় এলাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। অবৈধ দখলদারদের খুঁটির জোর কোথায় তা নিয়ে চলছে নানা প্রশ্ন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ২৭ নং ছোট ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয় মো. মেজবাউদ্দিন খান তুহিন, আবুল বাশার খান ও কাজী মনির হোসেনের সাথে বিরোধ চলে আসছিল।

সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে ১৫ লক্ষাধিক টাকা ব্যয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে জমির মালিকানা দাবি করে তাতে বাঁধা দেয় তুহিন। অবশেষে ১১ জুলাই স্কুলের লাইব্রেরীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল’র সভাপতিত্বে স্থানীয়দের নিয়ে এক সভায় জমির বিরোধ মিমাংসা করেন তিনি। ওই সভায় উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আজাদ হোসেন জাহাঙ্গীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল স্কুল সীমানার মধ্যে অবৈধ দোকান ৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ প্রদান করেন। অন্যথায় দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশের ১৫ দিনেও দখলদারা তাদের অবৈধ স্থাপনা (দোকান) না সরিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আজাদ হোসেন খান জাহাঙ্গীর বলেন, আবুল বাশার খান ও কাজী মনির হোসেন ব্যতীত অন্যরা দোকান সরিয়ে নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ বা ঠিকাদার তাকে কিছু অবহিত করেনি। অবহিত করলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

দেখা হয়েছে: 630
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪