|

অসমাপ্ত কথা—খোকন হাওলাদার

প্রকাশিতঃ ৮:০২ অপরাহ্ন | ডিসেম্বর ২৮, ২০১৮

সত্য কথা লেখবো কি করে?
যা কিছু লেখার ছিল তা না লেখায় উত্তম !
রীতি নীতির কাছে বশ্যতা স্বীকার করে,
শুকনো মাটিতে নাকে খত দিয়ে-
চলতে হয় আমাদের ।।

ঝঁকঝঁকে তলোয়ারকে ভোঁতা বানাতে হয়
পুজিবাদীদের ভয়ে,
লুকিয়ে ফেলতে হয়-
লেংটির ভাজেঁ ।।

চলতে ফিরতে নিতম্বে খোঁচা খেতে খেতে
কবিতা বানাতে হয়,
সম্পাদকের খুশির জন্য ।।

প্রাণের স্পন্দন চলবে না,
জীবনের জয় গান চলবে না,
চলবে বায়ু নিঃস্বরণ-
আর মহাজনের তুষামুদ ।।

পদধূলি নিতে হবে মালিকের,
যার অধিনে রোজি-রোজগার।
লিখতে হবে কার স্ত্রী স্বামীর চেয়ে ধণি,
রুপ লাবণ্যে অন্যের চেয়ে সেরা ।।

ভাবনার সূতাগুলি ঢিল করে,
আকাশের দিকে তাকাতে হয়,
আর ভাবতে হয়-
এভাবেই চলবে সমাজ, দেশ জাতি।।

হয় তো, এই ভাবনার জগত থেকে
ভাবনার ভাবনা ভাবতে- ভাবতেই,
একদিন ছুটি নিতে হবে এই আমাদের !!

দেখা হয়েছে: 1024
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪