|

অস্ট্রেলিয়ার বিভ্রান্তিকর মানচিত্রের ছবি ভাইরাল

প্রকাশিতঃ ৫:৪৯ অপরাহ্ন | জানুয়ারী ০৮, ২০২০

অস্ট্রেলিয়ার বিভ্রান্তিকর মানচিত্রের ছবি ভাইরাল

অনলাইন বার্তাঃ কয়েক মাস ধরে পুড়ছে অস্ট্রেলিয়া। দাবানল নিয়ন্ত্রণে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার পরও এখনো তা সম্ভব হয়নি। দেশটির সেনা বাহিনী ও দমকল বাহিনীর যৌথ উদ্যোগের পরও এখনো জ্বলছে অস্ট্রেলিয়া।

বিগত কয়েক মাস ধরে পুড়তে থাকা অস্ট্রেলিয়াকে কল্পনার চোখে দেখার চেষ্টা করেছিলেন এক শিল্পী। আর সেই শিল্পীর ছবি অস্ট্রেলিয়ার মানচিত্রের বর্তমান অবস্থা ভেবে ভাইরাল হয়ে উঠেছে বিশ্বে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের বিরুদ্ধে সচেতনতার জন্য এই ছবিটি পোস্ট করা হলেও তা পরবর্তীতে বিভ্রান্ত করছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ছবিতে দেখা যায় সীমান্তবর্তী অঞ্চল ঘিরে অস্ট্রেলিয়ার অধিকাংশ স্থানে আগুন জ্বলছে। যার ফলে নিজেদের শহরের কাছে আগুন ধরার সম্ভাবনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বাহিরে থাকা অনেকের কাছেও বিষয়টি আতঙ্কের কারণ হিসেবে তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সামনের শুক্রবার আরো একবার উষ্ণতা বাড়বে দেশটিতে। আর সে সময়ের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেয়া হয়েছে। এর পাশাপাশি এখনো যে সকল স্থানে আগুন জ্বলছে তা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দেশটির সেনা বাহিনী ও দমকল বাহিনী। এখন পর্যন্ত দাবানলে ২৫ জনের মৃত্যুর পাশাপাশি লাখ লাখ প্রাণী মারা গেছে বলে জানানো হয়। সেই সঙ্গে আগুনে পুড়ে গেছে ২ হাজারের বেশি ঘর-বাড়ি।

লিংক rihanna

দেখা হয়েছে: 646
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪