|

আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ১২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিতঃ ১:০৪ পূর্বাহ্ন | জানুয়ারী ২৪, ২০১৯

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকেঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও স্কুলের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের সমাধিতে পুস্পমাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে রথখোলা প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।

র‌্যালী শেষে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আ. সাত্তার মোল্লা, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, প্রধান শিক্ষক জহিরুল হক, সাবেক প্রধান শিক্ষক সরদার শাহ আলম, স্বপন কুমার মন্ডল, তারক চন্দ্র দে, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, সদস্য মো. ছরোয়ার দাড়িয়া, হোমল্যান্ড পরিচালক কাজল দাশগুপ্ত, সরকারি শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা প্রমুখ।

উল্লে¬খ্য, ১৮৯৩ ইং সালের ২৩ জানুয়ারী কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের চাকরী ছেড়ে এলাকার শিক্ষা প্রসারের জন্য গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি আমৃত্যু শিক্ষকতায় নিবেদিত ছিলেন।

দেখা হয়েছে: 736
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪