|

আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু

প্রকাশিতঃ ১২:৪৫ পূর্বাহ্ন | মে ২০, ২০১৯

আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাচীনকালে অবস্থিত ২৩ নং বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হয়েছে। ১৯মে রবিবার সকালে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা প্রকৌশলী, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পল্লী চিকিৎসক মোঃ নাসির উদ্দীন বলেন, বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩০ সালে স্থাপিত। ১৯৭৩ সালে এ বিদ্যালয়টি জাতীয়করন হয়। আজ বিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হওয়ায় আমি খুব খুশি হয়েছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নজমুল ইসলাম বলেন, এ বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে একবারে ভারত সীমান্ত ঘেষা। বিদ্যালয়টির টিনসেড বিল্ডিংটি কয়েক বছর আগেই পরিত্যাক্ত ঘোষনা করা দরকার ছিল। ঘরের টিন অনেক আগেই নষ্ট হয়ে গেছে। ক্লাস চলাকালীন বৃষ্টি হলে অফিসের কাগজপত্র গুটিয়ে ঘরের একটি কোণে আশ্রয় নিতে হয়।

অনেক শিক্ষার্থী বই পুস্তক পর্যন্ত বৃষ্টির পানিতে রক্ষা করতে পারেনি। বিভিন্ন দপ্তরে একাধিকবার বিদ্যালয়ের অসহায়ত্বের কথা জানিয়েছি। বিদ্যালয়ে বর্তমানে প্রায় দেড়শত শিক্ষার্থীকে পাঁচজন শিক্ষক পাঠদান করাচ্ছেন।

বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হওয়াতে প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্টরা শিক্ষা মন্ত্রনালয় সহ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মন্ডল বলেন, বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে প্রায় ৬২ লক্ষ টাকা ব্যায় ধরা হয়েছে। দৈর্ঘ ৯৯ ফুট-প্রস্ত ৩০ ফুট, ৫ কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবন নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান দিনাজপুর জেলার বিরল উপজেলার সিহাব সিতাব ট্রেডার্স। যার সত্বাধীকারি সবুজার সিদ্দিক সাগর।

দেখা হয়েছে: 492
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪