|

আটোয়ারীতে ৭ দফা দাবী নিয়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিতঃ ১১:২৪ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৯, ২০১৯

আটোয়ারীতে ৭ দফা দাবী নিয়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির আয়োজনে আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড প্রদান সহ সাত দফা দাবীতে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনের দাবীসমুহ হলো:

(১) সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে বেতন স্কেল প্রদান, দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা প্রদানে প্রধান শিক্ষকদের বাইনেমে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ সহ সেল্ফ ড্রয়িং ক্ষমতা প্রদান করতে হবে।

(২) পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের করসপন্ডিং স্কেল প্রদান।

(৩) সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে পরিচালক পদ পর্যন্ত পদোন্নতি।

(৪) চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদোন্নতির গেজেট প্রকাশ।

(৫) ০৯/০৩/২০১৪ থেকে ১৪/১২/২০১৫ পর্যন্ত প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেল প্রদান।

(৬) প্রাথমিক শিক্ষকদের চাকুরী নন ভেকেশনাল হিসেবে গণ্য করতে হবে।

(৭) বিদ্যালয়ের সময়সুচি সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করতে হবে। ঘ

ন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালনের পর দাবী সমুহ বাস্তবায়নের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহেদুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ তৈমুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

দেখা হয়েছে: 508
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪