|

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিতঃ ১০:০৮ অপরাহ্ন | জানুয়ারী ১৩, ২০২০

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান ফলক উম্মোচন করে ৪তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। পরে কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ আটোয়ারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যে কলেজের বহুমুখি সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যাগুলো সমাধানের জন্য সংসদ সদস্যের নেকদৃষ্টি কামনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) সৈয়দ মাহমুদ হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী এস.এম শাহিনুর ইসলাম।

আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম সারওয়ার হোসেন, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবর রহমান, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, একাদশ শ্রেণির ছাত্রী মীম আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, কলেজের গভর্নিং বোডির সদস্য, শিক্ষক-ছাত্রী, অভিভাবক, ঠিকাদার, উপজেলা আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 405
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪