|

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান আন্তজার্তিক মে দিবস পালিত

প্রকাশিতঃ ২:৪৯ অপরাহ্ন | মে ০১, ২০১৮

আন্তজার্তিক-মে-দিবস-A great international May Day is celebrated in Kalapara

সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

“দুনিয়ার মজদুর এক হও এক হও” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কলাপাড়ায় মহান আন্তজার্তিক মে দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে একটি বর্নাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আ’মীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা ও পৌর শ্রমিকলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এস.এম রাকিবুল আহসান।

উপজেলা শ্রমিকলীগ সভাপতি মতিউর রহমান হাওলাদারের সভাপতিত্বে পৌর শ্রমিকলীগের সভাপতি দেলোয়ার হোসেন সাকিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহম্মেদ, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, মনজুরুল আলম প্রমুখ।

আন্তজার্তিক-মে-দিবস-A great international May Day is celebrated in Kalapara

এছাড়া এসময় করাতকল শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, পটুয়াখালী নৌযান শ্রমিক, অটো শ্রমিক ইউনিয়নসহ উপজেলা আ’মীলেগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শ্রমজীবী মেহনতি মানুষের আন্তর্জাতিক সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন ১লা মে। আজ থেকে ১৩২বছর আগে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের “হে” মার্কেটে শ্রমের নায্য মূল্য এবং দৈনিক ৮ঘন্টা কাজের দাবীতে শ্রমিকরা ধর্মঘট আহবান করে। সে ডাকে শিকাগো শহরের ৩ লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন।

শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের “হে” মার্কেট রুপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। প্রায় ১ লাখ ৮৫ হাজার নির্মান শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক সেখানে লাল ঝাড়– হাতে সমবেত হন। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে ১০ জন শ্রমিক প্রান হারান।

অপরদিকে “হে” মার্কেটের ওই শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা ব্যিশ্বজুড়ে। গড়ে উঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘন্টা কাজের দাবী মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।

১৮৮৯ সালের ১৪ই জুলাই পেরিসে দ্বিতীয় আন্তজার্তিক শ্রমিক সম্মেলনে সিকাগোর রক্তঝড়া অর্জন স্বীকৃতি পায়। এই ঘটনার স্মারক হিসেবে পহেলা মে আন্তজার্তিক সংহতি দিবস হিসেবে ঘোষনা করা হয়। ১৮৯০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর এ দিবসটি মে দিবস নামে পালিত হয়ে আসছে ।

দেখা হয়েছে: 693
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪