|

কোটা সংস্কার আন্দোলনে আহত ১৬৩ শিক্ষার্থী

প্রকাশিতঃ ১১:৫৩ অপরাহ্ন | এপ্রিল ০৯, ২০১৮

kota-andolon-eআন্দোলনে-আহত-163 students injured in quota reform movement

স্টাফ রিপোর্টারঃ

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আহত ১৬৩ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে আহত ২ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে বলে ঢামেক সূত্রে জানা গেছে।

রোববার রাত পৌনে ৮টা থেকে (সোমবার) সকাল ৯টা পর্যন্ত দফায় দফায় আহত শিক্ষার্থীরা ঢামেকে চিকিৎসা নিতে আসেন।

তাদের মধ্যে কেউ কেউ টিয়ার শেল ও রাবার বুলেটে আঘাত প্রাপ্ত, আবার কেউ কেউ প্রচণ্ড ভীড়ের মধ্যে টিয়ার গ্যাস ও ঠেলেঠেলিতে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় পড়ে এখানে চিকিৎসা নিতে আসেন। তবে কেউ এখন ভর্তি নেই।

ঢামেকে চিকিৎসাধীন ছাড়া আরও একাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করছেন আন্দোলনরতরা। তাদের দাবি পুলিশের আটক এড়াতে তারা ঢামেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

তবে এখন পর্যন্ত লোক প্রসাশন বিভাগের আশিকুজ্জামান (২৬) ও মো. শাকিল (২১) নামে দুজন চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র।

আন্দোলনরত শিক্ষার্থী শাহ পরান বলেন, ঢাকা মেডিকেলে যারা চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে অনেকে গুরুতর আহত হলেও পুলিশী ঝামেলায় পড়ার ভয়ে ভর্তি হয়নি।

ঢামেকের আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) মো. আলাউদ্দিন বলেন, আমাদের এখানে এখন পর্যন্ত ১৬৩ জন আন্দোলনরত শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজন এখনও চিকিৎসাধীন আছে। তবে অন্যরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

তিনি জানান, তাদের অধিকাংশই টিয়ার শেলের গ্যাস ও প্রচণ্ড ভিড়ের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিল। এছাড়া অনেকের শরীরে লাঠির আঘাতের চিহ্ন ছিল বলেও জানান তিনি।

ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। অপর চিকিৎসাধীন দুই শিক্ষার্থী হয়তো (সোমবার) চিকিৎসা নিয়ে চলে যাবে।

দেখা হয়েছে: 643
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪