|

আমের মুকুলে ছেয়ে গেছে গোদাগাড়ীর আম বাগান গুলো!!

প্রকাশিতঃ ১:৫৫ অপরাহ্ন | মার্চ ০৭, ২০১৮

মো: ইসহাক, গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে এই বছর আম বাগান গুলো ফুলে ফুলে ছেয়ে গেছে আর মুকুলের মুহু মূহু গন্ধে সুবাসিত করে তুলেছে পুরো এলাকাকে। এছাড়াও আম বাগানের পাশাপাশি যেখানেই যাই আর যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল চোখে পড়ে। এই দিকে এবছর আম, লিচু ও কাঠালের বাগান মালিকরা আশায় বুক বাধতে শুরু করেছে এই বছর ভাল উৎপাদন হবে এই আশায়।

গোদাগাড়ীর আম ব্যবসায়ী মোঃ আবুল কাশেম এর সাথে কথা হলে তিনি বলেন , গত বছরের চেয়ে এই বছর আমের মুকুল গত বছর গুলোর তুলনায় অনেক ভাল এসেছে, তবে আবহাওয়া জনিত কোন অঘটন, না ঘটলে এই বছর ব্যাপক আম উৎপাদন হবে বলে আশা করছি ।

এই দিকে গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবীদ মরিয়ম আহমেদ বি, সি, এস (কৃষি) বলেন, গোদাগাড়ী উপজেলায় পাঁচ শত আশি হেক্টর আম বাগান রয়েছে, গত বছর প্রতি হেক্টরে ১৫ মেট্রিক টন আম উৎপাদন হয়, আবহাওয়ার বিরূপ কোনো প্রভাব না পড়লে গত বছরের তুলনায় এ বছর আরও বেশি ফলন হবে।

দেখা হয়েছে: 547
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪