|

আ’লীগের ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের হট্টগোল আহত ২

প্রকাশিতঃ ১০:৪২ অপরাহ্ন | জুন ১০, ২০১৮

আ'লীগের ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের হট্টগোল আহত ২

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে চেয়ার ছোড়াছুড়ি ও ঘুষাঘুষির হট্টগোলের কারনে রোজাদাররা ইফতার না করেই ফিরে গেছেন। আহত দুইজন সাকিল(২৪) ও আব্দুল মান্নানকে(৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার বিকালে মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিনের সামনে এ ঘটনা ঘটে। ইফতার মাহফিলে নেতাকর্মী ও লোকজন খাবারের প্লেট নিয়ে হট্টগোল শুরু করে। অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোহরাব হোসেন মাইকে সবাইকে বারবার শান্ত হওয়ার অনুরোধ জানান। একপর্যায়ে পুলিশ সবাইকে সরিয়ে দেন। আয়োজকদের পক্ষ থেকে ইফতার বিতরণ চলমান রাখা হয়।

এ সময় আগত রোজদারদেরকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। হট্টগোল হওয়ার পরে ইফতার না নিয়ে অনেক রোজাদার ফিরে যান। এ ব্যাপারে সিরাজদিখান উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন বলেন, খাবার পর্যাপ্ত ছিল। কিন্তু হুড়োহুড়ির কারণে খাবারের খাবার বিতরণ সাময়িক বন্ধ রাখা হয়। তবে পরে খাবার লোকজনের মাঝে দেওযা হয়েছে।

আ'লীগের ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের হট্টগোল আহত ২

এব্যাপারে আহত লতব্দী ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি সাকিল(২৪) বলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন মাইকে ভিতরে খাবার নিয়ে যেতে বললে আমি খাবারের ডেকের সামনে যেযে খাবার নিয়ে যেতে চাইলে রশুনিয়া ইউনিয়নের সাদ্দাম ও তার লোকের আমাকে ধাক্কা দিয়ে ঘুষা দিতে শরু করে আমার মাথা ,মুখ ,হাত ফাটিয়ে ফেলে । হট্টগোলের সুত্রপাত ওখান থেকেই সাদ্দাম শুরু করে।

লতব্দী ইউনিয়ন সেচ্ছাসেবলীগ সভাপতি আব্দুল মান্নান মাহমুদ বলেন সাকিলকে ছাড়াতে গেলে ওরা চেয়ারছুরে করে আমাকেও মারধর করে। সিরাজদিখান থানার ওসি মোঃ আবুল কালাম বলেন, ইফতারের খাবার নিতে লোকজনের ভিড় খুব বেড়ে যায়। খাবার নিয়ে ছোটখাটো হট্টগোল হয়েছে আমার ওখানে পৌছে পরিস্থিতি শান্ত করেছি।

সিরাজদিখান আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম আবুল কাশেম।

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক মোঃ গিয়াসউদ্দিন গিয়াস, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ার কবির,উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসর প্রাপ্ত সচিব মোঃ সামসুল হক, সিরাজদিখান থানার ওসি মোঃ আবুল কালাম,মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্ঠান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী ,উপজেলা যুবলীগ আহব্বায়ক মাঈনূল হাসান নাহিদ, উপজেলা যুবলীগ যগ্ম-আহব্বায়ক জহিরুল ইসলাম লিটু, সিরাজদিখান উপজেলা স্বেচ্চাসেবকলীগ সভাপতি তাইজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান উপজেলা স্বেচ্চাসেবকলীগ সাধারণ সম্পাদক শামীম চৌধুরী চঞ্চল,সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ পারভেজ চোকদার পাপ্পু প্রমুখ।

দেখা হয়েছে: 548
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪