|

আলোচিত তানু হত্যা মামলায় ৩জনের ফাঁ‌সি মূল হত্যাকারী পলাতক

প্রকাশিতঃ ২:২৮ অপরাহ্ন | সেপ্টেম্বর ১২, ২০১৮

আলোচিত তানু হত্যা মামলায় ৩জনের ফাঁ‌সি মূল হত্যাকারী পলাতক

মহসিন রেজা, শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ

শরীয়তপু‌রে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপু‌রে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক আব্দুস ছালাম খান এ রায় দেন ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপ‌জেলার মধ্য চ‌রোসু‌ন্ধি গ্রা‌মের আব্দুল কা‌দের তালুকদা‌রের ছে‌লে রেজাউল ক‌রিম সুজন তালুকদার (২৪), ম‌জিবুর রহমান পেদার ছে‌লে সাইফুল ইসলাম পেদা (২২), ও আব্দুল মান্নান মাদব‌রের ছে‌লে দুলাল মাদবর (২২) ।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৭ আগস্ট রোববার বি‌কেল ৪টার দি‌কে পৌরসভার দ‌ক্ষিণ বালুচড়া গ্রা‌মের ইচাহাক মোল্লার স্ত্রী সামসুন নাহার তানু‌ প্রাইভেট পড়‌তে যা‌বে ব‌লে বাসা থে‌কে বের হয়। প‌ড়ে আর বা‌ড়ি ফি‌রে না। বা‌ড়ি না ফেরায় পালং ম‌ডেল থানায় সাধারণ ডায়রী করা হয়। প‌রে প্রযু‌ক্তি ব্যবহার ক‌রে রেজাউল ক‌রিম সুজন তালুকদার না‌মে এক যুবক‌কে আটক ক‌রে পু‌লিশ।

প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে সুজন স্বীকার ক‌রেন যে, তানু‌কে সাইফুল ইসলাম ও দুলাল ফুস‌লি‌য়ে নি‌য়ে যায়। প‌রে তানু‌কে বি‌ভিন্ন স্থা‌নে নি‌য়ে রেজাউল ক‌রিম সুজন তালুকদার ধর্ষণ ক‌রে। এরপর তিনজন মিলে ১৮ আগস্ট সোমবার সদর উপজেলার ধানুকা গ্রামের না‌সির উদ্দিন কালু সরদা‌রের বা‌ড়ির পিছ‌নের বাগা‌নে তানু‌কে ‌নি‌য়ে প্রথ‌মে হত্যা ক‌রে। প‌রে মর‌দেহ ইট বেঁধে পা‌শের ডোবায় কচু‌রি পানায় ডু‌বি‌য়ে রা‌খে। ২২ আগস্ট শুক্রবার পু‌লিশ তানুর মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তর জন্য শরীয়তপুর সদর হাসপাতা‌লে ‌নেয় ।

তানুর ভাসুর আবুল কা‌শেম মোল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ১২ ডি‌সেম্বর ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

বিজ্ঞ বিচারক ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এই রায় দেন। ত‌বে রেজাউল ক‌রিম সুজন তাল‌ুকদার জা‌মিন নি‌য়ে পলাতক।

রাষ্ট্রপক্ষে পিপি আ্যাড‌ভো‌কেট মির্জা হজরত আলী ও আসামিপক্ষে অ্যাডভোকেট শাহ্ আলম মামলাটি পরিচালনা করেন।

দেখা হয়েছে: 445
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪