|

ঈশ্বরগঞ্জে এলডিপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৩:৪২ পূর্বাহ্ন | মে ২৭, ২০১৮

ঈশ্বরগঞ্জে এলডিপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ

এলডিপি ঈশ্বরগঞ্জ উপজেলা কর্তৃক ২৬ মে ঈশ্বরগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি সভাপতি ডঃ কর্ণেল অলি আহমদ বীর বিক্রম৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি মহাসচিব ডঃ রেদোয়ান আহমেদ, এলডিপি প্রেসিডিয়াম মেম্বর আব্দুল গণি, ডেমোক্রেটিক লিগের সাধারণ সম্পাদক বিশ দলীয় জোট নেতা সাইফুদ্দিন মণি, বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলার সভাপতি,সাবেক এমপি নুরুল কবির শাহীন৷

এলডিপি ঈশ্বরগঞ্জ উপজেলার আহবায়ক শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মীরা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন৷ শুভেচ্ছা বক্তব্যে বাশার বলেন,আমি রাজনিতী করি আমার এলাকার মানবিক উন্নয়ন করার জন্য৷ আপদে-বিপদে যেকোন সময় আমি এলাকাবাসীর পাশে থাকবো৷ সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করার জন্য তিনি দল-মতের উর্দ্ধে থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান৷

ঈশ্বরগঞ্জে এলডিপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন ঈশ্বরগঞ্জের মাটি ও মানুষের জন্য বাশার কাজ করে যাচ্ছে৷ আপনারা সবাই তাকে সহযোগিতা করেন যেন আপনাদের সবার সেবায় বাশার নিজেকে নিয়োজিত রাখতে পারে৷ প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ বলেন, দেশে আজ মাদক নির্মূল অভিযান শুরু হয়েছে৷

বেশ কিছু হত্যাকান্ড সংঘটিত হয়েছে৷ কিন্তু মাদকের গডফাদাররা ধরা-ছোঁয়ার বাইরে৷ তিনি বলেন মাদক নির্মূল করার সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই৷ কিন্তু প্রকৃত মাদক ব্যবসায়ীদের তিনি বিচারের আওতায় আনতে বলেন৷ অলি আহমদ আরও বলেন সরকার যে মামলায় বেগম জিয়াকে কারাগারে রেখেছে সে মামলায় তার সাজা অযৌক্তিক৷ সরকার টালবাহানা করছে তার জামিন দিতে৷ তিনি বলেন, আমার সন্দেহ হয় সরকারের নির্যাতনে বেগম জিয়া জেলখানায় মৃত্যুবরণ করতে পারেন৷ তিনি অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিতে সরকারকে অনুরোধ জানান৷

অনুষ্ঠানে এলডিপি প্রেসিডিয়াম মেম্বর আব্দুল গণি, বিশদলীয় জোট নেতা সাইফুদ্দিন মণি, এলডিপি ঈশ্বরগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, গোলাপ রব স্বপন বক্তব্য রাখেন৷

দেখা হয়েছে: 795
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪