|

ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের ৩দিনের মার্কার প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিতঃ ৬:০৫ অপরাহ্ন | নভেম্বর ০১, ২০১৯

ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের ৩দিনের মার্কার প্রশিক্ষণ সমাপ্ত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ যথাযথ ভাবে প্রাথমিক স্তরের প্রশ্নপত্র প্রণয়ন উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা ইউআরসিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ৩০ অক্টোবর (Competency based item development, marking and test administration) মার্কার বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ইউআরসি ইন্সট্রাক্টর মঞ্জুয়ারা বেগম।

চলতি অর্থ বছরে এ উপজেলায় পাঁচটি ব্যাচে মোট ১শ ৫০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করবেন। এরমধ্যে গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দুইটি ব্যাচে ৬০ জন শিক্ষক সফলভাবে মার্কার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

শুক্রবার বিকেল পাঁচটায় ইউআরসি সেন্টারে দুইটি ব্যাচের সমাপনী অনুষ্ঠানে ইউআরসি ইন্সট্রাক্টর মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণের গুরুত্ব ও কর্মক্ষেত্রে সফল বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাত হোসেন তালুকদার, রেজাউল করিম, শিরিন আক্তার সুমি, নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার, দিঘালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন আরা বেগম প্রমুখ।

দেখা হয়েছে: 574
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪