|

ঈশ্বরগঞ্জে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিতঃ ৭:০২ অপরাহ্ন | জুলাই ০৮, ২০১৮

ঈশ্বরগঞ্জে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক বিরোধী যৌথ অভিযানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

পুলিশ জানায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়াড়ি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ফারুক মিয়া। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ফারুক মিয়া একাধীকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি ইয়াবাসহ ফারুককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ছাড়া পেয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।

পুলিশ আরও জানায়, শনিবার রাতে আঠারবাড়ি তেলুয়াড়ী গ‌ন্ডি‌মোড় এলাকার আবুল খা‌য়েরের গ্যা‌রে‌জের প‌শ্চি‌মে ফাঁকা রাস্তায় মাদক ব্যাবসায়ীরা মাদক ভাগাভা‌গি ক‌রছেন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পু‌লিশকে লক্ষ্য ক‌রে ইট-পাট‌কেল নি‌ক্ষেপসহ এ‌লোপাথা‌রী গু‌লিবর্ষণ ক‌রে।

পরে পুলিশও আত্মরক্ষার জন্য গু‌লি ছোঁড়ে। এক পর্যা‌য়ে মাদক ব্যবসায়ীরা পা‌লি‌য়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মো. ফারুক মিয়াকে গু‌লিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। এ সময় তাকে উদ্ধার ক‌রে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতা‌লে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন, বন্ধুকযু‌দ্ধে ঈশ্বরগঞ্জ থানার এসআই সাফা‌য়েত হোসেন, আঠারবাড়ি তদন্তকেন্দ্রের এএসআই মো. খ‌লিলুর রহমান এবং কনস্টেবল আ‌নোয়ার হো‌সেন আহত হয়েছেন। তাদের ঈশ্বরগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসা দেওয়া হয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা, সাতটি গু‌লির খোসা, ১টি রামদা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি জানান, তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুকের বিরুেদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮টি মাদক মামলাসহ ১১টি মামলা রয়েছে।

দেখা হয়েছে: 573
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪